‘নোলক’ ছিনতাই!
২২ জুলাই ২০১৮ ১৮:৫১ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৯:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নোলক সিনেমার পরিচালক রাশেদ রাহা। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। ঘোষণা অনুষ্ঠানে যে আনন্দের সঙ্গে জানিয়েছিলেন কথাগুলো, সিনেমার কাজের শেষভাগে এসে কেমন তেতো হয়ে গেছে বিষয়টি।
দৃশ্যধারণের ৮৫ শতাংশ কাজ শেষ হওয়ার পর পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তাকে, এমন অভিযোগ এনে পরিচালক সমিতি বরাবর লিখিত অভিযোগ করেছেন রাহা। রোববার তিনি এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে রাশেদ রাহা উল্লেখ করেছেন, ‘আমি রাশেদ রাহা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সদস্য। আমি ২৩/১১/২০১৭ তারিখে ‘নোলক’নামে একটি চলচ্চিত্র পরিচালনার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করি। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য মহরতের মাধ্যমে আমাকে ছবিটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়। শতভাগ আন্তরিকতার সঙ্গে ইতোমধ্যে আমি ছবির ৮৫ ভাগ শুটিং সম্পন্ন করি। গত ১ ডিসেম্বর থেকে টানা ২৮ দিন ছবির শুটিং হয়েছে ভারতের হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটিতে। অভিনয়শিল্পীরা ছিলেন- শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ প্রমুখ।
রাশেদ রাহা আরও লিখেছেন, ‘ছবির বাকি অংশের শুটিং করার জন্য আমি অনেকদিন থেকেই প্রস্তুত। কিন্তু মাসখানেক আগে এ ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী (সনেট)-এর পক্ষ থেকে বাকি অংশের শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলা হয়। ছবির নির্মাণকৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারও সঙ্গে পরামর্শ করতে আগ্রহী ছিলাম না। বিভিন্ন সূত্রে হঠাৎ জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলক ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে গতকাল (২১ জুলাই) কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে।’
পরিচালক সমিতিতে চিঠি দেয়ার পর সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে রাশেদ রাহার। সমিতির কর্তাদের সঙ্গে কথা শেষ করে বেরিয়ে সারাবাংলাকে রাশেদ রাহা বলেন, ‘সমিতি আমাকে জানিয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এদিকে ‘নোলক’শুটিং করতে এখন ভারতে মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খান, রূপসজ্জাশিল্পী মানিকসহ আরও অনেকে। পরিচালক ইফতেখার চৌধুরী এবং প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী ভারতে শুটিং স্পটে আছেন। নোলক এই প্রযোজকের প্রথম সিনেমা।
সারাবাংলা/পিএ/পিএম