তিন আন্তর্জাতিক উৎসবে ‘হালদা’
২২ জুলাই ২০১৮ ১৮:১৭ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৮:৫২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা তৌকির আহমেদের সিনেমা ‘হলদা’ অংশ নিতে যাচ্ছে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি মুক্তি পায় ২০১৭ সালের ১ ডিসেম্বর।
এরইমধ্যে হালদা একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। আর আগামী তিন মাসে ছবিটি অংশ নিতে যাচ্ছে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র ইৎসবে।
আগামি ৩১ আগস্ট কসোভোতে শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল ‘দ্য গডনেস অন দি থ্রোন’। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রদর্শিত হবে হালদা সিনেমাটি।
এছাড়াও রাশিয়াতে সেপ্টেম্বর ৪ থেকে ১০ পর্যন্ত চলবে ১৪তম ‘কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অফ মুসমলিম সিনেমা’। এর মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে হালদা।
ইতালিতে ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’। ১১ অক্টোবর পর্যন্ত চলবে ২১তম এই আসর। এই আয়োজনেও প্রতিযোগিতা করবে হালদা সিনেমা।
বিষয়গুলো নিশ্চিত করেছেন হালদা চলচ্চিত্রের বিপনন ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ।
মনজুরুল ইসলাম মেঘ আরও জানান, হালদা সিনেমাটি লন্ডনে আয়োজিত ১৫তম রেইনবো চলচ্চিত্র উৎসব, দক্ষিণ কোরিয়ার সিউল বাংলাদেশী চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণ করেছে।
বর্তমানে তৌকীর আহমেদ নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, আফরোজা বানু।
জানা গেছে, পরিচালক তৌকীর আহমেদ ফগুন হাওয়ায় মুক্তির তারিখ ঘোষণা করবেন সিনেমাটির আন্তর্জাতিক পোষ্টার প্রকাশের মাধ্যমে। ছবির পোষ্টার ডিজাইন করছেন বিপাশা হায়াত। চলতি বছরেই ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/পিএ/পিএম