ওয়ার্নার ব্রাদার্সের তিন ধামাকা
২২ জুলাই ২০১৮ ১৬:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৭:৩৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা নির্মাণ ও পরিবেশক কোম্পানিগুলোর মধ্যে ওয়ার্নার ব্রাদার্স অন্যতম। তাদের কর্ম পরিকল্পনা এতই সুদূরপ্রসারী যে এক-দেড় বছর আগেই প্রতিষ্ঠানটি জানিয়ে দেয় এক-দেড় বছর পরের পরিকল্পনার কথা। এবার এক সঙ্গে তিনটি ছবির ঘোষণা দিয়ে কৌতুহলি করে তুলেছে দুনিয়ার সব সিনেমাপ্রেমীদের।
ছবি তিনটি হলো ‘শেজ্যাম’, ‘অ্যাকুয়াম্যান’ এবং ‘গডজিলা’। যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে চলছে কমিক কন আয়োজন। যেখানে হলিউডের নামজাদা প্রোডাকশন হাউজগুলো কমিক চরিত্র নিয়ে তাদের সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করে। এই অনুষ্ঠানেই ওয়ার্নার ব্রাদার্স তিনিটি সিনেমার ট্রেইলার প্রকাশ করে। যার মধ্যে ‘অ্যাকুয়াম্যান’ সিনেমার ট্রেইলার এখন ইউটিউবে নাম্বার ওয়ানে ট্রেন্ডিং করছে।
ওয়ার্নার ব্রাদার্স প্রথমবারের মতো অ্যাকুয়াম্যানকে নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণ করছে। ডিসি কমিকের চরিত্র অ্যাকুয়াম্যানের নাম ভুমিকায় অভিনয় করছেন জ্যাসন মোমা। ছবিটি পরিচালনা করবেন জেমস ওয়ান। ছবিতে অ্যাকুয়াম্যানকে পানি ও পানির নিচের সব কিছুর নিয়ন্ত্রণ করার ক্ষমতাধর হিসেবে দেখা যাবে। চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
অন্যদিকে ২০১৪ সালে দুনিয়া মাত করা হলিউডি সিনেমা ‘গডজিলা’ ফিরছে আবার। পানির নিচে থাকা বিশাল আকৃতির প্রাণী গডজিলা। নির্মিতব্য ছবিটির নাম ‘গডজিলা: কিং অব দ্য মনস্টার’। মার্ভেল কমিক থেকে নেয়া হয়েছে এই চরিত্র। ছবিটি পরিচালনা করছে মাইকেল ডোগার্টি। পরিচালক হিসেবে কিছুটা নবীন হলেও, চিত্রনাট্যকার হিসেবে তিনি লিখেছেন ‘সুপারম্যান রিটার্নস’ ‘এক্সম্যান ২’। ২০১৯ সালের মে মাসে মুক্তি পাবে গডজিলা।
আর প্রথমবারের মতো বড় পর্দায় আসছে ‘শেজ্যাম’। ডিসি কমিকের এই চরিত্রটি মূলত একজন সুপারহিরো। ১৯৪১ সালে এটি প্রকাশের পর এই প্রথম সিনেমায় দেখা যাবে ‘শেজ্যাম’ চরিত্রটি। বিলি ব্যাটসন, যার মধ্যে এই ক্ষমতা থাকে। কিন্তু যখন বিলি ক্ষমতা প্রয়োগ করতে যায়, তখন সে কিশোর থেকে যুবক হয়ে যায়। কমেডি ঘরানার সুপারহিরোকে নিয়ে ছবিটি আসবে ২০১৯ সালের এপ্রিলে।
সারাবাংলা/পিএ/পিএম