রাশিয়ায় যাচ্ছে মউয়ের ছবি
২২ জুলাই ২০১৮ ১৭:২০ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৭:৩১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
রাশিয়ার ১০ম ‘কাজান আন্তর্জাতিক ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল’-এর প্রতিযোগিতা বিভাগে লড়বে একটি বাংলাদেশি সিনেমা। টঙ-ঘর টকিজ-এর প্রযোজনায় নির্মিত ছবিটির নাম ‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির নির্মাতা জুয়েইরিযাহ মউ। রাশিয়াতেই প্রথমবারের মতো প্রদর্শিত হবে সিনেমাটি।
চলচ্চিত্রটি নিয়ে মউ বলেন, ‘একটা জানালার বাইরের নাগরিক গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। এই সিনেমার শক্তি হচ্ছে শব্দ আর দৃশ্য। গল্পের বিস্তারও হয়েছে এর মাধ্যমেই। এর বেশি কিছু বলব না, বাকিটা বলবে আমার সিনেমা। ’
‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’ শিশুতোষ কাহিনিনির্ভর চলচ্চিত্র। এর আগে জুয়েইরিযাহ মউ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাফিতি’ও শিশুতোষ চলচ্চিত্র হিসেবে ইতালি ও ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও ‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ নামের আরও একটি সিনেমার নির্মাতা মউ।
সারাবাংলা/টিএস/পিএ