Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সংগীত পরিষদের কমিটি গঠন


২২ জুলাই ২০১৮ ১৪:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৬:০৫

রেহানা আশিকুর রহমান এবং ফেরদৌস হোসেন ভূঁইয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

গঠিত হয়েছে বাংলাদেশ সংগীত পরিষদের ষষ্ঠ কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেহানা আশিকুর রহমান এবং মহাসচিব পদে ফেরদৌস হোসেন ভূঁইয়া। গত ১৪ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ লুত্ফুল হক।

জেষ্ঠ্য সহ-সভাপতি শেখ সাদী খান, সহ-সভাপতি মো. খুরশীদ আলম, শাফাত খৈয়াম ও নকীব খানসহ কার্য নির্বাহী পরিষদে আরও আছেন ৩১ জন সদস্য। আগামী তিন বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সংগীত পরিষদ। শিল্পীদের সম্মান বৃদ্ধি, সংগীতের মান উন্নয়ন এবং দেশজ সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে এই সংগঠন। নব নির্বাচিত কমিটি এই বিষয়গুলোকে মূলে রেখেই সাজাবে তাদের ভবিষ্যত পরিকল্পনা।

আনুষ্ঠানিকভাবে এখনো কোন পরিকল্পনা বা পদক্ষেপের কথা জানায়নি নব নির্বাচিত কমিটি। মহাসচিব ফেরদৌস হোসেন ভূঁইয়া সারাবাংলাকে জানান, ‘আগামী সপ্তাহের মধ্যে সভা শেষ করে কিছু পরিকল্পনা বা পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

সারাবাংলা/পিএ/টিএস

বাংলাদেশ সংগীত পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর