Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেইলর সুইফটের উপহার


২৬ ডিসেম্বর ২০১৭ ০৯:২৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক

তারকাদের একটু দেখার জন্য ভক্তরা কত কিছুই না করেন। বেনামে উপহার পাঠানো থেকে শুরু করে অদ্ভুত সব কর্মকাণ্ড করে খবরেরও শিরোনাম হন অনেক ভক্ত। তবে এবার নিজের ভক্তকে বাড়ি উপহার দিয়ে আলোচিত হলেন পশ্চিমা সংগীত তারকা টেইলর সুইফট।

ই-অনলাইন জানাচ্ছে, গর্ভবতী গৃহহীন এক নারী ভক্তকে টেইলর সুইফট একটি বাড়ি উপহার দিয়েছেন। প্রিয তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই নারী।

লন্ডনের একটি কনসার্টে টেইলর সুইফটের সঙ্গে দেখা হয় আলোচিত সেই ভক্তের। নাম তার স্টেফান। প্রথম দেখাতেই দুজনের মধ্যে আন্তরিক বাক্য বিনিময় হয়। পরে স্টেফানের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে তাকে একটি বাড়ি উপহার দেন টেইলর।

বাড়ি পেয়ে গণমাধ্যমকে স্টেফান বলেন, ‘লণ্ডনের কনসার্টে টেলর বলেছিল আমাকে টিকিটের টাকা ফেরত দেবেন। অথচ তিনি আমাকে একটি বাড়ি দিয়েছেন। বড়দিনে এমন উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত। কৃতজ্ঞ। টেইলরের ইচ্ছে, আমার অনাগত ছোট শিশুটি সে বাড়িতে যেন বেশ ভালো ভাবেই বেড়ে উঠে।’

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর