টুইটের দায়ে বরখাস্ত
২১ জুলাই ২০১৮ ১৩:৫০ | আপডেট: ২১ জুলাই ২০১৮ ১৩:৫৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বিতর্কিত টুইট করার দায়ে ‘গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সি’ ছবির পরিচালক জেমস গানকে ‘বরখাস্ত’ করেছে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ। ক্ষুদে বক্তব্যের সাইট টুইটারে শিশুকাম ও ধর্ষণ নিয়ে ‘আপত্তিকর’ রসিকতা করেছিলেন জেমস। যেটি ডিজনি বসরা ঠিক ভাবে হজম করতে পারেননি, তাই জেমসকে সরিয়ে দিয়েছেন দায়িত্ব থেকে।
গ্যালাক্সি সিরিজের প্রথম দুটি ছবি নির্মাণ করেছিলেন জেমস। সিনেমাগুলোর চিত্রনাট্যও ছিলো তার লেখা। মার্বেলের অর্থায়নে নির্মিত দুটো ছবিই ব্যবসা করেছিলো ধুন্ধুমার। পরিবেশক ছিলো ডিজনি।
জেমসকে বরখাস্ত করা প্রসঙ্গে ডিজনি স্টুডিওর কর্ণধার অ্যালান হর্ণ বলেছেন, ‘টুইটারে করা জেমসের আক্রমণাত্মক আচরণ আমরা আমলে নিয়েছি। তার আচরণ ডিজনি স্টুডিওর মূল্যবোধ পরিপন্থী। তাই জেমসের সঙ্গে আমরা সব ধরণের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযোগ প্রসঙ্গে জেমস বলেছেন, ‘যে রসিকতার জন্য আমাকে বাদ দেয়া হয়েছে সেগুলো প্রায় দশ বছরের পুরনো। এই লেখাগুলোর জন্য আমি আগে থেকেই অনুশোচনা করছিলাম।’
জেমস আরও বলেন, ‘ডিজনির সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। এতো দিন আগের লেখার বা চিন্তার জন্য আমাকে বাদ দেয়া হলেও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সব দোষ নিজের বলেও স্বীকার করে নিচ্ছি।’
এ সময় ইন্ডাস্ট্রির সকলের কাছে ক্ষমা প্রর্থনাও করেন জেমস।
তবে ডিজনির নেয়া সিদ্ধান্ত জেমস মেনে নিলেও মানতে পারছেন না ডেভ বাওতিস্তা ও ডেভিড দাস্তমালশিয়ান। গার্ডিয়ান সিরিজের এই দুই অভিনেতার মতে জেমসের সঙ্গে ‘অন্যায়’ করেছে ডিজনি।
সারাবাংলা/টিএস