Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তোমার ইচ্ছে হলে’


২০ জুলাই ২০১৮ ১৫:০৪

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।। 

এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। নিয়মিত গান না গাইলেও মাঝেমধ্যে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন। সেই ধরাবাহিকতায় এবার নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘তোমার ইচ্ছে হলে’ শিরোনামের গানটি বৃহস্পতিবার (১৯ জুলাই) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। একদিন না পেরোতেই গানটি ১ লাখ ৩২ হাজারেরও বেশিবার দেখা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন গান প্রসঙ্গে ধ্রব গুহ বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার অন্যান্য গানের মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন। গানের কথা, সুর সঙ্গীত এবং গানের সঙ্গে সঙ্গতিপূর্ণ গল্প নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। একটি গানকে যতভাবে সুন্দর করা যায়, শ্রোতা দর্শকের মনের ভেতরটা স্পর্শ করার জন্য যতটা ভালো করা যায়, তাই করার চেষ্টা করা হয়েছে গানটিতে। যে কারণে গানের প্রতিটি শাখারই উপস্থিতি পাবেন শ্রোতা দর্শক। তাই অন্যান্য গানের মতোই এই গানটি নিয়েও আমি আশাবাদী।’

‘তোমার ইচ্ছে হলে’ গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিত্র কর্মকার। গানের মডেল হয়েছেন বাংলা ও হিন্দি সিনেমার পরিচিত মুখ মোনালিসা।

‘ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

সারাবাংলা/আরএসও/টিএস

ধ্রুব গুহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর