Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহ্নবীর কান্না


২০ জুলাই ২০১৮ ১০:০২ | আপডেট: ২০ জুলাই ২০১৮ ১০:০৩

জাহ্নবী ও ইশান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জাহ্নবী কাপুর অভিনীত ‘ধড়ক’ ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার। প্রথম সিনেমা নিয়ে এতোদিন তার উচ্ছ্বাসের কমতি ছিলো না। কিন্তু সিনেমা মুক্তির আগের দিন এসে সব কিছু গড়বড় হয়ে গেল। প্রিমিয়ারের দিন আবেগ সামলাতে না পেরে একদম কেঁদেই ফেললেন জাহ্নবী। কাঁদলেন কারণ তার মা নেই। নিজের প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে বসে সবাই দেখবে, দেখবেন না কেবল মা শ্রীদেবী। এমন ভাবনা থেকেই গতকাল থেকে কাঁদছেন জাহ্নবী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ‘ধড়ক’ ছবির প্রিমিয়ার হয়েছে মুম্বাইয়ে। সেখানে দুই মেয়ে জাহ্নবী এবং খুশিকে নিয়ে এসেছিলেন বনি কাপুর। সঙ্গে ছিলো ছেলে অর্জুন কাপুরও। এ সময় মাকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেলেন জাহ্নবী। কোন ভাবেই কান্না থামাতে না পারায় এগিয়ে আসেন বাবা বনি কাপুর। মেয়েকে অনেক্ষণ জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এই প্রযোজক।

যশরাজ ফিল্ম স্টুডিওতে ‘ধড়ক’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন বলিউডের অনেক তারকা। ছিলেন রেখা, মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, করন জোহর, মল্লিকা আরোরা, কোনাল খেমু, সোহা আলি খান, সোনাক্ষী সিনহারাও। জাহ্নবীর কান্না ছুঁয়ে গেছে তাদেরও। সিনেমা শেষে সবাই তাই জাহ্নবীকে সাহস দিয়েছেন। প্রশংসাও করেছেন তার অভিনয়ের।

‘ধড়ক’ সিনেমায় জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন ঈশান খাত্তার। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খয়তান। মারাঠি রোম্যান্টিক ছবি ‘সাইরাত’-এর ছায়া অবলম্বনে বানানো এই ছবি প্রযোজনা করেছেন করন জোহর।

সারাবাংলা/টিএস

ঈশান জাহ্নবী ধড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর