Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনের সারাদিন


২৫ ডিসেম্বর ২০১৭ ২০:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৪৯

ছবি: নূর

 

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে পালন হলো যিশুখ্রিষ্টের জন্মোৎসব, বড়দিন। সারাবাংলার ক্যামেরায় উঠে এলো সারাদিনের টুকরো কিছু মুহূর্ত।

গীর্জায় সন্তানের জন্য প্রার্থণারত মা

প্রদীপ জ্বালিয়ে দেশ-বিশ্ব-মানবতার শান্তি প্রার্থণায় মগ্ন

বাবার সমাধিতে কন্যার শ্রদ্ধাজ্ঞাপন

পৃথিবীতে যিশুখ্রিষ্টের আগমনের উদ্দেশ্য এবং মহাত্ম বর্ণনা করছেন ফাদার

সান্তা ক্লজের টুপি পরে উচ্ছ্বসিত শিশু

প্রিয় সান্তা ক্লজের সঙ্গে আনন্দিত শিশুরা

রাজধানীর পাঁচতারকা হোটেলগুলোতে ছিলো ঐতিহ্যবাহী পুতুলনাচ সহ বিভিন্ন আয়োজন

শিশুদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন

উড়ছে বাবল, হাসছে শিশু

বানর ডাকছে- আয়, শিশু পাচ্ছে ভয়!

বানরও সেজেছে রঙিন পোশাকে

এত্তো খেলনা! শিশুদের আনন্দের তাই সীমা নেই

ক্লিক! ক্লিক!! ছবি উঠছে বিরামহীন, সারাদিন

লম্বা মানুষ! পুঁচকে শিশু

রাইডেই যেন আসল মজা!

 

কে আগে নিতে পারে সান্তা ক্লজের উপহার! চলছে মধুর প্রতিযোগিতা

ছবি: নূর

সারাবাংলা/কেবিএন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর