Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদম পাচারের অভিযোগে নির্মাতা আটক


২৫ ডিসেম্বর ২০১৭ ২০:০৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

মালয়েশিয়ায় আটক হয়েছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন। মানব পাচারের অভিযোগে তাকে আটক করে মালয়েশিয়া পুলিশ। সেখানে ‘‌বাংলাদেশি নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ খ্যাত এই পরিচালক। ২৩ ডিসেম্বর হয় এই অনুষ্ঠান। এ আয়োজনের আড়ালে মানব পাচার হয়েছে- অভিযোগে গ্রেফতার হয়েছেন অনন্য মামুন।

রোববার মালয়েশিয়ান সময় বিকাল পাঁচটায় পুলিশ তাকে আটক করে, সারাবাংলাকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চিত্রপরিচালক। মামুন এখন আছেন মালয়েশিয়ার জেলহাজতে। তাকে কতোদিন কারাগারে থাকতে হবে কিংবা তার পক্ষে কোনো আইনজীবী লড়বেন কিনা- সে ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেননি সেই পরিচালক। তবে দুই বছরের কারাদন্ড হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

যতোদূর জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা নিরাপদে আছেন। গত শনিবার রাতে কুয়ালালামপুরে ওয়াসমা এমসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশি নাইট’ নামের ওই অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন আসিফ আকবর, আঁখি আলমগীর, শখ, ইমন, নিরব, মিষ্টি জান্নাত, আমানসহ অনেকে।

সারাবাংলা/পিএ/কেবিএন

অনন্য মামুন গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর