সুস্থ হয়ে উঠছেন বেবী নাজনীন
১৯ জুলাই ২০১৮ ১২:৪২ | আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১২:৫১
এন্টারটেইনমন্টে করেসপন্ডেন্ট ।।
তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন। মাঝে দুইদিন পেরিয়ে গেছে। সর্বশেষ খবর হচ্ছে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই সাংবাদিক এনাম সরকার।
তিনি জানান, ‘বেবী নাজনিনের জ্বর কখনো বাড়ছে কখনো কমছে। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। বেশ কয়েকটি টেস্ট করতে দিয়েছেন চিকিৎসক। আজকের মধ্যে (১৯ জুলাই) সেগুলোর রিপোর্ট হাতে পাওয়া যেতে পারে। তখন আরও ভালো করে বোঝা যাবে আসলে কি হয়েছে। চিকিৎসকরাও বুঝতে পারবেন কেমন চিকিৎসা দরকার।’
বেবী নাজনীনকে আরও অনন্ত দুইদিন হাসপাতালেই থাকতে হতে পারে বলে জানান এনাম সরকার।
বেবী নাজনীন এখন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। স্টেজ শো করতে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয় তার। মাসখানেক ধরে বেবী নাজনীন ঢাকায় আছেন। এর মধ্যেই অসুস্থ হলেন তিনি।
সারাবাংলা/পিএ/পিএম