Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকার্নোতে প্রদর্শিত হবে দেশের তিন সিনেমা


১৮ জুলাই ২০১৮ ১৫:২৫ | আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৬:২৪

তিন সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তিন বছর ধরে সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে নিয়মিতই অংশ নিচ্ছে দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক। আন্তর্জাতিক এই উৎসবে দেশের চলচ্চিত্র প্রদর্শনও নিয়মিত বলা যায়।

সেই ধারাবাহিকতায় লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭১তম আসরে প্রদর্শিত হবে দেশের তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাইভ ফর্ম ঢাকা’, মেহেদী হাসান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অব এ রিডার’ এবং অং রাখাইনের স্বল্পদৈর্ঘ্য ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।

নির্মাতা অং রাখাইন ও মেহেদী হাসান

সিনেমা তিনটি প্রদর্শিত হবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোর্স স্ক্রিনিং বিভিাগে। যার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে অং রাখাইনের বিশ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ সিনেমার। ৯১ মিনিটের ‘লাইভ ফর্ম ঢাকা’ সিনেমার হবে সুইজারল্যান্ড প্রিমিয়ার এবং ৯ মিনিট দৈর্ঘ্যের ‘ডেথ অব এ রিডার’ সিনেমার হবে ইউরোপিয়ান প্রিমিয়ার।

৭১তম লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর্স প্রকল্পে অংশ নেবেন ‌‘মাটির প্রজার দেশে’ সিনেমাখ্যাত প্রযোজক আরিফুর রহমান। লোকার্নো চলচ্চিত্র উৎসবের প্রডিউসার ল্যাবে অংশ নেবেন তিনি। আরিফুর রহমান সেখানে অংশ নেবেন তিনটি প্রজেক্ট নিয়ে। যার দুটি ফিচার ডকুমেন্টারি এবং তৃতীয়টি আরিফের পরবর্তী ফিচার ফিল্ম।

এছাড়াও ওপেন ডোরস হাব-এ নির্বাচিত হয়েছে মেহেদী হাসানের ফিল্ম প্রজেক্ট ‘স্যান্ড সিটি’। এই প্রজেক্টের প্রযোজক রুবাইয়াত হোসেন, প্রযোজনা প্রতিষ্ঠান ‘খনা টকিজ’।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর