Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ডোয়াইন জনসনের নতুন ছবি ‘স্কাইস্ক্র্যাপার’


১৮ জুলাই ২০১৮ ১৩:০৮

স্কাইস্ক্র্যাপার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘দ্য রক’ খ্যান ডোয়াইন জনসন মানেই দুঃসাহসিকতা আর দুর্ধর্ষ অ্যাকশন। সবশেষ ‘জুমানজি ২’- এর সাফল্যের রেশ কাটেনি এখনো। এরইমধ্যে মুক্তি পেতে যাচ্ছে জনসন অভিনীত নতুন ছবি। এবারের ছবির নাম ‘স্কাইস্ক্র্যাপার’। ২০ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে ।

নতুন এ ছবিতে জনসনকে দেখা গেছে বিস্ময়কর-ভয়ংকর সব অ্যাকশনে। ভক্তরাও মুগ্ধ ‘স্কাইস্ক্র্যাপার’-এর ট্রেইলারে। এতে রককে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন (২৪০ তলা) উপর থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। এছাড়াও বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে ভয়ংকর কিছু দৃশ্য রয়েছে এই সিনেমায়।

ছবিতে রক সাবেক এফবিআই এজেন্ট উইল ফোর্ডের চরিত্রে অভিনয় করেছেন। যিনি চীনে বহুতল ভবনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকেন। সমালোচকদের দাবি, ছবিটি কিছুটা ডাই হার্ড এবং মিশন ইম্পসিবল এর মতো করে নির্মিত হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন রওসন মার্শাল থারবার। ডোয়াইন জনসন ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের, বায়রন মান, হান্না কুইলভান এবং নোয়া টেলর।

ছবিটি নিয়ে জনসন হলিউডের বিভিন্ন পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি খুব আশাবাদী চবিটি নিয়ে। দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। অবিশ্বাস্য কিছু কাজ হয়েছে ‘স্কাইস্ক্র্যাপার’-এ। তাই প্রত্যাশার চেয়ে বেশি পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সারাবাংলা/পিএ

ডোয়াইন জনসন স্কাইস্ক্র্যাপার