Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিসমাসে বলিউড তারকারা


২৫ ডিসেম্বর ২০১৭ ১৭:১৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বড়দিনের উৎসবে মেতেছেন বি-টাউনের তারকারা। ২৪ ডিসেম্বর রাত থেকেই বিভিন্ন আয়োজনে তারকারা উদযাপন করছেন দিনটি। নানান সাজে নিজেদের বাড়িতেই সাজিয়েছেন ক্রিসমাস ট্রি। করছেন পার্টি।

বিদায়ী বছরের শেষ মাসে যেন উৎসবে মুখর বলিউড। বড়দিন, থার্টি ফার্স্ট তো আছেই। এর মধ্যেই মুক্তি পেয়েছে ভাইজানের সিনেমা `টাইগার জিন্দা হ্যায়‘। বক্স অফিসও উথাল-পাথাল ছবিটির ব্যবসায়। বড়দিনে এই আনন্দ উদযাপন করেছেন ছবির নায়ক-নায়িকা সালমান-ক্যাটরিনা। ইন্সটাগ্রামে দেয়া ছবিতে ছিলেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ক্রিসমাস সাজে বিভিন্ন ঢংয়ে ছবি তুলেছে এই ত্রয়ী। সবাই মাথায় পরেছিলেন সান্তা ক্লজের টুপি। টাইগার ও জয়ার পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে বড়দিনের শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ইন্টারন্যাশনাল আইকন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে এই শুভেচ্ছা জানান তিনি। ছবিতে প্রিয়াংকার সঙ্গে ছিলেন তার মা এবং ভাই। বড়দিন উপলক্ষে প্রিয়াংকা পরেছিলেন সাদা এথেনিক অ্যাসেম্বল টাইপের বিশেষ পোশাক।

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না বড়দিনে একটি ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে তাদের নাচতে দেখা গেছে। ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করেছেন বলিউডের এই জুটি। নিজেরা উদ্‌যাপনের পাশাপাশি তারা ভক্ত ও ফলোয়ারদের জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা।

এছাড়াও ২৪ ডিসেম্বর রাতে তারার হাট বসেছিলো করণ জোহরের বাসায়। ক্রিসমাস পার্টিতে অংশ নিয়েছিলেন বলিউডের সব নামী-দামি তারকারা।

বিজ্ঞাপন

এদের মধ্যে বলিউড বাদশাহ শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, সোনাক্ষি সিনহা, ফারহান আখতার, কিরন রাওসহ ছিলেন পরিচালক-প্রযোজকরাও।

সারাবাংলা/পিএ/কেবিএন

ক্রিসমাস

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর