Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলিউডে প্রিয়াঙ্কার নতুন ছবি


১৬ জুলাই ২০১৮ ১৯:৩৩

প্রিয়াঙ্কা চোপরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নতুন করে ভালোবাসা খুঁজছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কটা ভেঙে গেছে? না, যেমনটা মনে হচ্ছে তেমনটা না। হলিউডের নতুন সিনেমায় পিগি চপসকে দেখা যাবে এমন একটা চরিত্রে, যেখানে তিনি ভালোবাসা খুঁজে পাবেন নতুন করে।

হলিউডে প্রিয়াঙ্কার নতুন সিনেমার খবরটা আড়ালেই ছিল এতদিন। ছবির অভিনয় শিল্পীরা রাস্তায় নেমে আসতেই খবরটি জেনে গেল সবাই। হ্যাঁ, শুটিংয়ের কাজেই নিউ ইয়র্কের রাস্তায় নামেন প্রিয়াঙ্কা চোপড়া, লিমা হ্যামসওয়ার্থ, রেবেল উইলসন। নাচের একটি দৃশ্যে অংশ নেন তারা। ডেইলি মেইল জানিয়েছে শুটিংটি হয়েছে ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি রাস্তায়।

প্রিয়াঙ্কার নতুন এই সিনেমার নাম ‘ইজেন্ট ইট লাভ’। রোমান্টিক কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করছেন টোড স্ট্রাউস, গল্প লিখেছেন এরিন কার্ডিলো। ভ্যারাইটির মতে, ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন ইসাবেলা নামের এক তরুণীর চরিত্রে। ইসাবেলা যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার কাজ করে। কিন্তু হৃদয়গতভাবে মেয়েটি অনেক কঠিন। সে ভালোবাসায় বিশ্বাস করে না। হঠাৎ করেই এক সকালে বদলে যায় তার মানসিকতা। ইসাবেলা আবিস্কার করতে থাকে যে তার জীবনটাই আসলে ভালোবাসায় পরিপূর্ণ হাস্যরসে ভরা।

https://www.instagram.com/p/BlR1RinBLdE/?utm_source=ig_embed

শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ পেয়েছে অনলাইনে। প্রিয়াঙ্কা নিজেও কিছু ছবি পোস্ট করেছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘শুটিং শেষ হলো। এই সিনেমায় কাজ করে প্রচণ্ড মজা পেয়েছি।’

সিনেমার প্রচারের কাজে এই গান এবং নাচের অংশটি ব্যবহার হতে পারে বলে ধারনা করেছেন অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

ইজেন্ট ইট লাভ প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর