Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোকের মাসে ‘ভুবন মাঝি’ চলবে ভারতে


১৫ জুলাই ২০১৮ ১৬:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৭:৩৬

ভুবন মাঝি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ভারতে প্রদর্শিত হতে যাচ্ছে দেশের সিনেমা ‘ভুবন মাঝি’। ৩ আগস্ট থেকে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো শুরু হবে। ভারতে ছবিটি পরিবেশনা করবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

সরকারি অনুদান পাওয়া ছবিটির সহ-প্রযোজক গড়াই ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। ‘ভুবন মাঝি’ ভারতে প্রদর্শিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ফাখরুল আরেফিন খানের প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মসের সহকারি পরিচালক আনন্দ কুটুম। এছাড়াও ভারতের চলচ্চিত্র নির্মাতা অরিন্দম শীল সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছেন এ খবর। অরিন্দম শীল নিজেও যুক্ত আছেন ছবিটির সঙ্গে।

https://www.facebook.com/ArindamSilOfficial/photos/a.1900012876940829.1073741829.1898430137099103/2185281831747264/?type=3&theater

ছবিটি ভারতে দেখানো প্রক্রিয়া চলছিল অনেকদিন থেকেই। যার অংশ হিসেবে গত ২০ এপ্রিল ভারতের সেন্সর ছাড়পত্র পায় ‘ভুবন মাঝি’। এছাড়াও পরিচালক ফাখরুল আরেফিন খানেরও বিশেষ ইচ্ছা ছিল ছবিটি ভারতে দেখানো হোক। কারণ সিনোমর সংগীত পরিচালক প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য’র ইচ্ছা ছিল ‘ভুবন মাঝি’ যেন কলকাতার নন্দনে প্রদর্শিত হয়। সেই ইচ্ছাটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর ‘ভুবন মাঝি’ ছবিটি উৎসর্গ করা হয়েছে কালিকা প্রসাদের নামে।

ভুবন মাঝি ছবিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদসহ অনেকে।িআছেন কলকাতার পরমব্রত চট্যোপাধ্যায়। ছবিটি দেশে মুক্তি পায় ২০১৭ সালে।

‘ভুবন মাঝি’ সিনেমার পরিচালক ফাখরুল আরেফিন খান লন্ডনে অবস্থান করায় এ বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সারাবাংলা/পিএ/পিএম

ফাখরুল আরেফিন খান ভুবন মাঝি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর