অ্যামি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ মনোনয়ন পেলো ‘গেম অব থ্রোনস’
১৪ জুলাই ২০১৮ ১৬:৪৩ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৩:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
মার্কিন টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কাল্পনিক মহাকাব্যের ধারাবাহিকটি মধ্যযুগীয় বাস্তবতার জন্য বিশ্বব্যাপি সমাদৃত। সমকালীন কল্পনাধর্মী গল্পের চেয়ে যুদ্ধ, রাজনৈতিক ষড়যন্ত্র ও চরিত্র সম্বলিত কল্পকাহিনী নিয়ে নির্মিত হয় ধারাবাহিকটি।
এবার বিশ্বব্যাপি তুমুল জনপ্রিয় ‘গেম অব থ্রোনস’ টেলিভিশনের প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডের ৭০তম আসরে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ ২২টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
এছাড়া ২১টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘স্যাটারডে নাইট লাইভ’ এবং এইচবিও স্টেবলমেট ‘ওয়েস্টওয়ার্ল্ড’। এদিকে ‘দ্যা অ্যাসাসিনেশন অফ গিয়ানি ভার্সেস: আমেরিকান ক্রাইম স্টোরি’ এ বছর ১৮টি মনোনয়ন লাভ করে সকলকে তাক লাগিয়ে দেয়।
অন্যদিকে কমেডি সিরিজের মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন জিতেছে ‘অ্যাটলান্টা’। চলতি বছর ‘এইচবিও’কে পেছনে ফেলে সবচেয়ে বেশি মনোনয়ন জিতেছে অন্তর্জালিক সাইট ‘নেটফ্লিক্স’। সবমিলিয়ে ১১২টি মনোনয়ন জিতেছে জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং সাইটটি।
সারাবাংলা/আরএসও/পিএম