Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রসংগীতের নাট্যরুপ ‘কালি’


১৩ জুলাই ২০১৮ ১২:৩০

কৃষ্ণকলি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুধু রবীন্দ্র অনুরাগীদের কাছেই নয়, ‘কৃষ্ণকলি’ গানটি সব শ্রোতারই পছন্দের। সব শ্রেণীর শ্রোতার কাছেই অন্যরকম এক মুগ্ধতা তৈরী করে গানটি। এবার এই গানটি অবলম্বন করে নির্মিত হচ্ছে নাটক। খণ্ডনাটকটির নাম ‘কালি’। এটি পরিচালনা করেছেন ছোটপর্দার নির্মাতা সীমান্ত সজল। এর নাট্যরুপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

মঙ্গলার গায়ের রং কালো। গ্রামের সবাই তাকে কালি বলে ডাকে। শুধুমাত্র গ্রামের বিদ্যালয়ের শিক্ষক তাকে কৃষ্ণকলি বলে ডাকে। মঙ্গলার প্রতি গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি, তার জীবন-যাপন নিয়ে গড়ে উঠেছে খণ্ডনাটকটির কাহিনী।

নাটক প্রসঙ্গে সীমান্ত সজল সারাবাংলাকে বলেন, ‘এই নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় হলো শরীরের কালো রঙ নয় বরং সমাজের মানুষের মনের কালি দূর করে ভালোবেসে বাঁচার প্রত্যাশা। শুদ্ধ আত্মার মানুষ গড়ার আশা নিয়েই আমি নাটকটির নাট্যরূপ দেয়ার চেষ্টা করেছি।’

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। এছাড়া অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, জয়শ্রী কর জয়া, লিনা আহমেদ সুফিয়া।

এসকে ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন সামিউল কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শোভা হোসাইন। আগামী ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

সারাবাংলা/আরএসও/পিএ

কৃষ্ণকলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর