Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকায় গাইবে ‌‌‘বনি এম’


১৩ জুলাই ২০১৮ ০৮:৪২ | আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৯:৪০

বনি এম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিখ্যাত ব্যান্ড ‘বনি এম’ আজ গাইবে ঢাকায়। সত্তর দশকের শ্রোতাদের স্মৃতিকাতর করতে ঢাকার মঞ্চে উঠবে এই ইউরো-ক্যারিবিয়ান ব্যান্ড দলটি। ক্রেইন্স লিমিটেডের আয়োজনে শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট।

বিগত চল্লিশ বছরে ‘রাসপুতিন’, ‘রিভারস অব ব্যাবিলন’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে বনি এম। ঢাকার শ্রোতারা এর আগে ২০০১ সালেও সরাসরি শুনেছে দলটির গান। তবে সেবার দলটির প্রথম লিড ভোকাল লিজ মিচেল না এলেও এবার তিনিও এসেছেন। তাই এবার বনি এম’কে নিয়ে শ্রোতাদের মধ্যে চলছে অন্যরকম উন্মাদনা।

আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ফায়সাল আহমেদ জানিয়েছেন, বনি এমকে নিয়ে এবার খুব ভালো সাড়া পাচ্ছেন তারা। বিশ্বসংগীতের অনেক বড় বড় তারকা তাদের ব্যানারে গান গেয়ে গেছেন। তবে নানা কারণেই বনি এম শ্রোতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে আলাদা গুরুত্ব।

এদিকে ঢাকায় পৌঁছে বনি এমের লিড ভোকাল লিজ মিচেল নিজের ফেইসবুক পাতায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে তিনি বলেছেন, ‘আশা করছি ঢাকার শ্রোতারা সবাই আসবেন। আমরা সবাই একসঙ্গে, একই সুরে গাইব।’

‘বনি এম ফিচারিং লিজ মিচেল অরিজিনাল লিড সিঙ্গার লাইভ ইন ঢাকা’ কনসার্টে প্রিমিয়াম টিকেটের মূল্য রাখা হয়েছে ১২ হাজার টাকা। এছাড়াও, গোল্ড ৪ হাজার ৮০০ টাকা, সিলভার ৩ হাজার ৫০০ টাকা, গ্যালারি টিকেটের মূল্য ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় বিএফসির নির্দিষ্ট কিছু আউটলেট, ওয়েস্টিন হোটেলের লবি বুথ, কফি বিন অ্যান্ড টি লিফ ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম বাগডুম এবং যেতে চাও ওয়েবসাইট থেকে কেনা যাবে কনসার্টের টিকেট।

বিজ্ঞাপন

১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে যাত্রা শুরু করে বনি এম। বিখ্যাত সংগীত প্রযোজক ফ্রাঙ্ক ফারিয়ানের গড়ে দেয়া এ দলের শুরুটা করেন লিজ মিচেল, মার্সিয়া ব্যারেট, মেইজি উইলিয়াম, ববি ফারেল ও রেগি সিবুইয়ের মতো তারকা শিল্পীরা। শুরুতেই ‘রিভার্স অফ ব্যাবিলন’, ‘রাসপুতিন’ আর ‘ব্রাউন গার্ল ইন দ্যা রিং’-এর মত গান গেয়ে তারা নিজেদের নিয়ে যান জনপ্রিয়তার শীর্ষে।

বনি এম সারা দুনিয়াতেই অনেক বেশি জনপ্রিয় কারণ গানের মাধ্যমে সবসময় ইতিহাস বলার চেষ্টা করেছে দলটি। এজন্য তারা কখনো কখনো আশ্রয় নিয়েছে ধর্মগ্রন্থেরও। ‘রিভার্স অফ ব্যাবিলন’ গানটির মাধ্যমে ইউরো-ক্যারিবিয়ান এই গানের দলটি শুনিয়েছে ব্যাবিলনের কিংবদন্তি রাজা নেবুচাদনেজারের যুদাহ (বর্তমান ইসরায়েল) আক্রমণ ও যুদাহবাসীকে ক্রীতদাস হিসেবে বন্দি করার গল্প।

তবে এই গানটি সত্যিকার অর্থে ‘বনি এম’ সৃষ্টি করেনি। ১৯৭২ সালে ‘মেলোডিয়ানস’ নামের একটি জ্যামাইকান ব্যান্ড ‘রিভার্স অফ ব্যাবিলন’ গানটি প্রথম গায়। সে বছরই মুক্তি পাওয়া ‘দ্য হার্ডার দে কাম’ চলচ্চিত্রেও মেলোডিয়ানসের গানটি রাখা হয়। তবে গানটি জনপ্রিয়তা পায় ‘বনি এম’ কাভার করার পর। এছাড়াও তাদের ‘রাসপুতিন’ গানটিতে শোনানো হয়েছে রাশিয়ার রহস্যমানব গ্রেগরী রাসপুতিনের প্রেম ও পরিণতির (মুত্যু) করুণ কাহিনী।

বনি এমকে ধরা হয় ৭০ ও ৮০ দশকের সেরা ডিসকো-পপ ব্যান্ড। সে সময় ব্যান্ডটি বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। এদের গান যতোটা শোনা হতো, তারচেয়েও বেশি খোঁজা হতো এদের গাওয়া গানগুলোর মানে। সুরের মাধ্যমে দলটি বলতো পৃথিবীর অনেক না বলা ও স্পর্শকাতর ইতিহাস। এ কারণেই এখন পর্যন্ত আট কোটি কপি অ্যালবাম বিক্রি করেছে গানের দলটি।

বিজ্ঞাপন

বনি এম-এর গানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল গায়ক ববি ফ্যারেলের পাগল করা নাচ। ২০১০ সালে মারা গেছেন ববি ফ্যারেল। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। মজার ব্যাপার হলো এই শহরেই খুন হয়েছিলেন ফ্যারেলের গানে বর্ণিত ‘প্রেমিকপুরুষ’ রাসপুতিন। ফারেল কিভাবে মারা গেছেন জানা না গেলেও অনেক ভক্তই সন্দেহ করেন রাসপুতিনের মতো ফ্যারেলকেও হয়তো খুন করা হয়েছে বিষপ্রয়োগ করে। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মঞ্চে গান গেয়েছিলেন ফ্যারেল, সেখানেই জানিয়েছিলেন খাদ্য গ্রহণের পর কিছুটা অসুস্থবোধ করছেন তিনি।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর