রোবোকপের নতুন অভিযান
১২ জুলাই ২০১৮ ১৫:০৭ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৬:০১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
যন্ত্রচালিত মানুষ, সে আবার পুলিশ। দুর্ধর্ষ সব অভিযানের মাধ্যমে মন্দলোকদের গ্রেফতার করে সে। ছবির এমন চরিত্র রোবোকপের সঙ্গে এদেশের মানুষের পরিচয় টিভি সিরিজের মাধ্যমে। বাংলায় ডাবিং করা ধারাবাহিকটি প্রচারিত হয়েছে বিটিভিতে। রোবোকপ সিরিজে প্রযুক্তির ব্যবহার দেখে মুগ্ধা হয়েছিল সবাই।
হলিউডে রোবোকপ ছবিটি প্রথম নির্মিত হয় ১৯৮৭ সালে। ছবির চতুর্থ কিস্তি মুক্তি পায় ২০১৪ সালে। এবার রোবোকপের পঞ্চম কিস্তি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। আমেরিকার বিখ্যাত মিডিয়া কোম্পানি মেট্রো-গোল্ডউইন-মেয়ার (এমঅ্যান্ডএম) এই উদ্যোগ নিয়েছে। ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘রোবোকপ রিটার্নস’। এটি পরিচালনা করবেন ‘ডিসট্রিক্ট নাইন’ সিনেমাখ্যাত পরিচালক নিল ব্লমকেম্প।
‘রোবোকপ ২’ এবং ‘রোবোকপ ৩’ মুক্তি পায় যথাক্রমে ১৯৯০ এবং ১৯৯৩ সালে। কিন্তু ছবি দুটি ভালো ব্যবসা করতে পারেনি। ২০১৪ সালে ভালো ব্যবসার আশায় এমঅ্যান্ডএম রোবোকপের চতুর্থ কিস্তি বাজারে আনে। সেবার ছবিতে অভিনয় করেন জোয়েল কিন্নামান। কিন্তু এখানেও ব্যর্থ হয় রোবোকপ। এখন দেখার অপেক্ষা টানা ব্যর্থতার পর পঞ্চম কিস্তির রোবোকপের ভাগ্যে কি আছে।
সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে বা নতুন রোবোকপ কবে মুক্তি পাবে তার কোনো সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করা হয়নি এখনো। রোবোকপ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর টুইটারে নিজেই খবরটি জানিয়েছেন নিল ব্লমকেম্প।
সারাবাংলা/পিএ/পিএম