ক্যাটরিনার সঙ্গে ভক্তদের দুর্ব্যবহার
১২ জুলাই ২০১৮ ১৩:১১ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ১৩:১৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সুপারস্টার সালমান খান তার সঙ্গীসাথিদের নিয়ে রয়েছেন দাবাং ট্যুরে। দেশ থেকে দেশে ঘুরে ঘুরে ভক্ত-সমর্থকদের নাচ গান দেখাচ্ছেন তারা। বিলিয়ে দিচ্ছেন আনন্দ। তবে নিজেরা আনন্দ দিলেও এর বিনিময়ে দুর্ব্যবহারের শিকার হয়েছেন সালমানের সফরসঙ্গী ক্যাটরিনা কাইফ।
এ বছরের দাবাং ট্যুরে সালমানের সঙ্গে পারফর্ম করেছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, প্রভু দেবা, মনিশ পল, গুরু রান্ধওয়া। ‘দাবাং রিলোডেড ট্যুর’ উত্তর আমেরিকার নয়টি শহরে অনুষ্ঠিত হয়েছে। শেষ শো-টি অনুষ্ঠিত হয়েছিল কানাডার মেট্রোশহর টরন্টোতে।
https://www.youtube.com/watch?time_continue=45&v=Y0G28Nyr8YM
সেখানেই ক্যাটরিনার কাইফের খারাপ আচরণ করে তার ভক্তরা। ক্যাটকে বাজে ভাবে উত্যক্ত করে তারা। অন্তর্জালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ অভিনেত্রীকে বেশ অশ্লীল ভাষায় কটাক্ষ করা হয়েছে। এতে করে ক্যাট এতোটাই বিব্রত হয়ে পড়ে যে, ফিরে পাল্টা জবাব দিতে বাধ্য হন তিনি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, টরেন্টোর রাস্তায় প্রাতভ্রমণের সময় ক্যাটরিনার সঙ্গে ঘটনাটি ঘটে। মূলত সেলফি তুলতে না পারার ক্ষোভ থেকেই ক্যাটের সঙ্গে দুর্ব্যবহার করেন সেখানে উপস্থিত অনেকে।
সারাবাংলা/টিএস/পিএ