Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুল কেটে ফেললেন সোনালি বেন্দ্রে


১১ জুলাই ২০১৮ ১৬:৩১

সোনালি বেন্দ্রে

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কয়েকদিন আগেই তিনি এই খবর জানান ক্ষুদে বক্তব্য সাইটের মাধ্যমে। তারপর থেকেই বিভিন্নভাবে সোনালিকে মানসিকভাবে সাহায্য করছেন তার পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীরা। সোনালি বেন্দ্রে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (১০ জুলাই) নিজের প্রিয় চুল কেটে ছোট করে ফেলেছেন সোনালি। সেই ছবি এবং ভিডিও নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাইকে দেখিয়েছেন তার লড়াইয়ের প্রস্তুতি। চুল কেটে ফেলার সময় কেঁদেও ফেলেছেন তিনি।  পরক্ষণেই হাসির আড়ালে ঢেকে ফেলেছেন বেদনাকে। বোঝাই যাচ্ছে সেখানে তিনি মানসিক ও শারীরিক লড়াইয়ের মধ্যে দিন যাপন করছেন।

https://www.facebook.com/IAmSonaliBendre/videos/2219753714912852/

ভিডিও শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেনও তিনি। তার প্রিয় লেখক ইসাবেল অ্যালেন্ড এর লেখা থেকে উদ্ধৃতি দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমরা জানিই না আমরা কতটা শক্তিশালী। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভিতরের শক্তিটা বাইরে বের করে আনতে জোর করা হয়। বাঁচার জন্য এবং নতুন করে শুরু করার জন্য মানুষ কী না করতে পারে।’

বিগত কয়েকদিনে সহকর্মী, ভক্তদের ভালবাসা পেয়ে আপ্লুত বলেও জানান তিনি। এছাড়াও যারা নিজেদের বা প্রিয়জনের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার গল্প শুনিয়ে উদ্দিপনা জুগিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত সপ্তাহে বলিউড অভিনেতা অক্ষয় কুমার নিউইয়র্কে সোনালি বান্দ্রের সঙ্গে দেখা করেন। ক্যানসারকে হারিয়ে জয়ী হয়ে দেশে ফেরার উৎসাহ দেন তিনি।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

সোনালি বেন্দ্রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর