Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিরানির পরের পাঁচ ছবিতে রণবীর!


১১ জুলাই ২০১৮ ১৫:০২

হিরানি ও রণবীর কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রণবীর কাপুর ও রাজকুমার হিরানি- একজন বলিউডের জনপ্রিয় অভিনেতা, অন্যজন জনপ্রিয় নির্মাতা। সম্প্রতি ‘সঞ্জু’ ছবিতে একসঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করেছেন তারা। হিরানির পরিচালনায় বলিউডের খলনায়কখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত’র বায়োপিকে অভিনয় করেছেন রণবীর। গত (২৯ জুন) ছবিটি মুক্তি পায়। মুক্তির দশ দিনের মধ্যেই বক্স অফিসের সব হিসেব নিকেশ বদলে দিয়ে ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

বিজ্ঞাপন

ছবির এমন সাফল্যে প্রশংসার জোয়ারে ভাসছেন রণবীর ও হিরানি। এটি এ বছরের সেরা ছবি হিসেবে অভিহিত করছেন চলচ্চিত্র সমালোচকরা। এই সফলতার ধারবাহিকতা বজায় রাখতে আবারও রণবীর কাপুরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা পোষন করেছেন রাজ কুমার হিরানি। তবে শুধু একটি নয়, পরের পাঁচ ছবি থাকতে পারেন রণবীর। খবরটি নিশ্চিত করেছে ভারতের বিনোদন ভিত্তিক ম্যাগাজিন ফিল্মফেয়ার।

রণবীর এক প্রশ্নে হিরানির কাছে জানতে চেয়েছিলেন যে, আগামীতে আর কয়টি ছবি তাকে নিয়ে করতে চায়? হিরানি হেসে উত্তর দেয়, পাঁচটি।

বক্স অফিসে ‘সঞ্জু’র এমন সফলতার পর রণবীরকে নিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত অমূলক কিছু নয়। তবে কবে নাগাদ হিরানি আবারও রণবীরকে নিয়ে কাজ শুরু করবেন সেটা নিয়ে ভক্তদের মনে এরইমধ্যে তৈরী হয়েছে কৌতুহল। সেই কৌতুল যে সহসা মিটছে না সেটা অনুমেয়। কারণ এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক।

সারাবাংলা/আরএসও/পিএ

রণবীর কাপুর রাজকুমার হিরানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর