Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বছর পর হানি সিং


২৪ ডিসেম্বর ২০১৭ ১৯:২৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির ডার্লিং তিনি। প্রচন্ড মজার মানুষ হানি সিং। গান-ফান মিলিয়ে অনেকদিন ধরেই চষে বেড়াচ্ছিলেন পাঞ্জাবি এই মিউজিক সেনসেশন। হঠাৎ আক্রমণ করে বসে মানসিক রোগ। বিপোলার ডিসওর্ডারে আক্রান্ত হয়ে সবকিছু ছেড়ে বিশ্রামে ছিলেন হানি।

মানসিক রোগ পুরোপুরি মুক্তি না দিলেও গানে ফিরতে পেরেছেন হানি সিং। নতুন বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি প্রতিক্ষিত ‘সনু কে টিটু কি সুইটি’ ছবিতে গান গেয়েছেন তিনি। রিমেক এই গানটির মূল গায়ক পাঞ্জাবি লেজেন্ড হান্স রাজ হান্স।

এই রকস্টারের সুপারহিট রিমেক গান ‘ধিরে ধিরে’এর মতো, নতুন গানেও শ্রোতারা পাবেন ‘হানি স্পিন’। ‘হান্স রাজাকে আমি খুবই পছন্দ করি। তার গানটি আমি হিন্দি কথায় পাঞ্জাবের পাঙ্গরা সুরে করেছি’- বলেন হানি।

রেকর্ডিং স্টুডিওতে হানি সিং আরো বলেন, ‘বিরতির পর ভক্তদের গান দিতে পেরে খুব ভালো লাগছে। তারা অনেক দিন আমার গানের জন্য অপেক্ষা করেছে। আমি যেন স্টুডিওতে নিয়মিত হতে পারি। কারণ জায়গাটা আমার।’

সারাবাংলা/পিএ/কেবিএন

হানি সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর