Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা ‘রাজরক্ত’


১০ জুলাই ২০১৮ ১৭:৫২

প্রাচ্যনাট

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের জনপ্রিয় থিয়েটার প্রচ্যনাট। মূল দলের পাশাপাশি নাট্যদলটির রয়েছেস্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’ কোর্স। নাটকের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দেয়া হয় এখানে। শেষ হয়েছেে এর ৩৪তম প্রশিক্ষণ কোর্স।

৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হওয়ার মাধ্যমে শেষ হবে প্রশিক্ষণের সব কার্যক্রম। সেই নিয়ম অনুযায়ী (বৃহস্পতিবার) ১২ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের শিক্ষার্থীদের নাটক ‘রাজরক্ত’।

মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন প্রদ্যুৎ কুমার ঘোষ। নাটকে দেখা যাবে শোষক রাজার শক্ত ও কোমল রূপ। তিনি যেমন মিষ্টি করে ধরতে জানেন আবার দম বন্ধ করে দিতেও জানেন। মিষ্টি কথায় নরম আঙ্গুলের ছোঁয়ায় যাদের তিনি বশে আনতে পারেন না তাদের রক্তে কি থাকে সেটাই তিনি খুঁজে বের করতে চান।

নাটক প্রসঙ্গে মোহিত চট্টোপাধ্যায় বলেন, ‘রাজরক্ত নাটকটি সফল রাজনৈতিক নাটকের এক অনবদ্য মাইলফলক। রুপকধর্মী মতান্তরে এ্যাবসার্ড এই নাটকটির রচনাকাল ১৯৭১ কিন্তু এই নাটকের ভিতর যেন খুঁজে পাওয়া যাবে বর্তমান জীবনের চিত্র, সমাজের চিত্র অথবা আরও বৃহৎ কোন পরিসর।’

নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে সনদ পত্র বিতরণ অনুষ্ঠান। এতে অতিথী হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন কেরামত মওলা এবং জাদু শিল্পী জুয়েল আইচ। সনদ পত্র বিতরণ শেষে মঞ্চস্থ হবে নাটক ‘রাজরক্ত’।

সারাবাংলা/পিএ

প্রাচ্যনাট রাজরক্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর