Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার গার্লসরা জিটিভির পর্দায়


২৪ ডিসেম্বর ২০১৭ ১৬:৩০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১৬:৩২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

স্বনির্ভর ও স্বাধীনচেতা ৫ বান্ধবীর দৈনন্দিন জীবন নিয়ে নির্মিত বিশেষ টেলিসিরিজ ‘সুপার গার্লস’। জিটিভিতে প্রতি রাত ১১:১৫ মিনিটে সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় এই টেলিসিরিজটি। সিরিজটিতে অভিনয় করা অন্বেষা, নাদিয়া, সাফা কবির, কেয়া ও টয়া- প্রত্যেকেই আধুনিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী। তাই তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। এদের মাঝে কেউ খানিকটা অগোছালো কেউবা আবার বেশ ঘরোয়া। কারও শখ সবাইকে রান্না করে খাওয়ানো আবার কারও ধ্যান-জ্ঞান কেবলই খেলাধূলা। একজন যেমন আরেকজনে সুখ-দুঃখের সারথী আবার খুনসুঁটিতেও কেউ কারও চেয়ে কম যায় না। বৈচিত্র্যপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এই গল্পের মূল চরিত্রদের সাথে যে কেউই সহজে মিলিয়ে ফেলতে পারেন নিজের ভেতরকার নিজেকে। সবার সাথে মিলিয়ে নেওয়ার মত গল্পের কারণেই দর্শকরা নিজেদের খুঁজে পান চরিত্রগুলোর মাঝে।

বিজ্ঞাপন

https://www.youtube.com/watch?v=xHy1Z9QnZLM

সারাবাংলা/পিএম 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর