এবার নির্মিত হবে মধুবালার জীবনী
৯ জুলাই ২০১৮ ১৪:০১ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৪:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হিসেবে অভিহিত করা হয় মধুবালাকে। বড় পর্দায় রুপের জাদু আর অভিনয়ের ঝলকে তিনি বিমোহিত করে রাখতেন দর্শকদের। পঞ্চাশের দশকে ঝড় তোলা এই নায়িকা খুব বেশিদিন চলচ্চিত্রে অভিনয় করেননি। তবে খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়ে গেছেন মনে রাখার মতো অনেক ছবি।
কর্মজীবনে সফল হলেও মধুবালার বাস্তব জীবন ছিল অনেক ঘটনাবহুল। অনেক বিষাদময় জীবন পার করেছেন তিনি। এবার এই কিংবদন্তি অভিনেত্রীর ঘটনাবহুল জীবনের নানা দিক তুলে ধরা হবে বড় পর্দায়। তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবি। মধুবালার ছোট বোন মধুর ব্রিজ ভুসানের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস। তবে মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। মধুর ব্রিজ ভুসান জানিয়েছেন ছবিটি তার খুব কাছের এক বন্ধু প্রযোজনা করবেন।
অন্যদিকে ভারতীয় আরেক গণমাধ্যম ইন্ডিয়ান এক্মপ্রেস বলছে, মধুর ব্রিজ ভুসান নাকি তার বড় বোন মধুবালার চরিত্রে কারিনা কাপুর খানকে আশার করছেন। কারণ কারিনার মধ্যেই তিনি মধুবালার মতো দুষ্টুমি, অভিনয় এবং অভিব্যক্তি খুঁজে পান।
এ প্রসঙ্গে মধুর ব্রিজ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘খুব শিগগিরই আমি আমার বোন মধুবালার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। এটি প্রযোজনা করবে আমার খুব কাছের এক বন্ধু। তবে আমি বলিউডের অন্যান্য পরিচালক বা প্রযোজকদের অনুরোধ করছি আমার অনুমতি ছাড়া কেউ যেনো মধুবালাকে নিয়ে কোনো কাজ না করেন।’
তিনি আরও জানান, চলচ্চিত্রটি নিয়ে প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা চলছে। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে চলচ্চিত্রের সব খুঁটিনাটি।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম