Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুজনেই শিক্ষক দুজনার


২৪ ডিসেম্বর ২০১৭ ১৫:১০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

চলছে কথা ছোড়াছুড়ি। কথার তীর ছুটে আসছে হলিউড থেকে বলিউডে। একইভাবে বাক্যবাণ ছুটছে বলিউড থেকে হলিউডে। আর দুই প্রান্তে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। তবে এই ছোড়াছুড়ি নিন্দার নয়, প্রশংসার।

হলিউডে মুক্তি পেয়েছে হিউ জ্যাকম্যানের নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট শো ম্যান‘। সংগীত ও নৃত্যনির্ভর সিনেমা এটি। হিউ এখন ছবির প্রচারে ব্যস্ত। প্রচারের অংশ হিসেবেই সম্প্রতি এক সাক্ষাতকারে হিউ বলেছেন, ‘ছবিতে আমাকে অনেকবার কণ্ঠ মেলাতে হয়েছে, এমনকি নাচতেও হয়েছে। আর নাচার সময় আমি বলিউড সুপারস্টার শাহরুখ খানের কথা ভেবেছি। নাচের প্রস্তুতির সময় শাহরুখের নাচ দেখেছি। সে আমার নাচের গুরু।‘

ছবিতে হিউকে শাহরুখের মতো নাচতে দেখা গেছে। দুই হাত প্রসারিত করে শাহরুখের যে সিগনেচার স্টেপটি রয়েছে, হিউ ঠিক সেই পারফরমেন্সটাই করেছেন।

এই বক্তব্যের পর হিউয়ের প্রশংসা করে টুইট করেছেন বলিউড বাদশাহ। শাহরুখ টুইটে লেখেন, ‘অভিনয়ের মাধ্যমে হিউ সবসময় আমাকের অনুপ্রাণিত করে। তুমি উলভারিনের পোশাক পরা সত্যি দ্য গ্রেটেস্ট শো ম্যান। ধন্যবাদ বন্ধু আমার, ভালোবাসা নিও।‘

দ্য গ্রেটেস্ট শো ম্যান ছবিটি পরিচালনা করেছে মাইকেল গ্রেসি। ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর