Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবসে ‘চল যাই’ ছবির মুক্তি


৮ জুলাই ২০১৮ ১৮:১০

এন্টারটেইনমেন্ট কসেপন্ডেন্ট ।।

বাংলাদেশ। রক্ত দিয়ে লেখা একটি নাম। এই ব-দ্বীপটির স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করতে হয়েছে নয় মাস। লাখ লাখ প্রাণের বিনিময়ে এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য নেতৃত্ব দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালিকে স্বাধীকার আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য ৭মার্চ জ্বালাময়ী ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু। কালজয়ী এই ভাষণের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘চল যাই’। এটি নির্মাণ করছেন মাসুমা রহমান তানি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহবুব তূর্য্য।

বিজ্ঞাপন

ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। চলচ্চিটি প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প ‘‘চল যাই’’। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি দর্শককে ভাবাবে।’

এন ইনিশিয়েটিভ প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ,  হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ আরও অনেকে।

আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ছবিটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা। ছবিটির কনটেন্ট পার্টনার হিসেবে রয়েছে বাংলাঢোল। এরইমধ্যে ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্টলুক।

https://www.youtube.com/watch?v=xlnPd_ZGS0A

সারাবাংলা/আরএসও/পিএ

চল যাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর