Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘মীনালাপ’


৮ জুলাই ২০১৮ ১৭:১৮

মীনালাপ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

৬ জুলাই শেষ হয়েছে ১৪ তম ইউরেশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার অ্যাসোসিয়েশন (FIAPF) স্বীকৃত এশিয়ার পুর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব।

উৎসবের এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে গ্রান্ডপিক্স পুরুস্কার অর্জন করেছে বাংলাদেশি নির্মাতা সুবর্ণা সেঁজুতি টুসি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মীনালাপ’। এই প্রথম উপমহাদেশের  কোনো নির্মাতার চলচ্চিত্র এই উৎসবে পুরুস্কৃত হলো।

পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানান, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মীনালাপ,  আশায় আবর্তিত শহুরে নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো নিয়ে। পশ্চিম বঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম থেকে পুনে শহরে আসা  গার্মেন্টস-এ কর্মরত একটি বাঙালি দম্পতির অনাগত সন্তান ভুমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তগুলো চলচ্চিত্রটিতে উঠে এসেছে।’

‘মীনালাপ’ চলচ্চিত্রের চিত্রগ্রহণে ছিলেন অর্চনা গাঙ্গরেকর, শব্দ গ্রাহণে স্বরূপ ভাত্রা, শিল্প নির্দেশনায় হিমাংশী পাটওয়াল এবং সম্পাদনায় ছিলেন ক্ষমা পাডলকর। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর প্রযোজনায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সুবর্ণা সেঁজুতি টুসি।

‘মীনালাপ’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিতাস দত্ত, প্রমিত দত্ত, বিবেক কুমার এবং দেভাস দীক্ষিত।

সারাবাংলা/পিএ

মীনালাপ সুবর্ণা সেঁজুতি টুসি