হয়তো জেলেই যাবেন মিমো
৭ জুলাই ২০১৮ ১৭:৪৮ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ১৭:৫৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বিয়ের ঠিক চার দিন আগেই প্রাক্তন প্রেমিকার দায়ের করা মামলায় ফেঁসে যান বলিউড তারকা মিঠুন চক্রর্তীর ছেলে মহাক্ষয় মিমো। অভিযোগ প্রেমিকাকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করেছেন এ অভিনেতা। শুধু মিমো নয়, ঘটনার সঙ্গে জড়িত থাকার কারনে তার মা যোগিতা বালির বিরুদ্ধেও মামলা করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভোজপুরি ছবির নায়িকা।
মামলা থেকে রেহাই পেতে আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছিলো চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে। কিন্তু বোম্বের উচ্চ আদালত তা নামঞ্জুর করে দেয়। মিমোর আইনজীবী অজয় গডকরির বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ফিল্মফেয়ার। সে কারণেই আপাতত মামলা থেকে স্বস্তি মিলছে না মিমো এবং তার মায়ের। জেলে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে অভিযোগকারীর আইনজীবী রবি সোনি জানিয়েছেন, ‘মিমো গত চার বছর ধরে চেনেন তার মক্কেলকে। সে তার উপর যৌন নির্যাতন করেছেন এবং তার সঙ্গে প্রতারণাও করেছেন। পানীয়তে ঘুমের ঔষধ মিশিয়ে ধর্ষণ করেছেন। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তার মা যোগিতা বালি।’
আইনজীবী আরও জানান, ‘অভিযোগকারী মিমোকে বিয়ে করার জন্য বারবার বললেও চক্রবর্তী পরিবার সেটার বিপক্ষে ছিলো সবসময়। তারা চায়নি যে মিমো তাকে বিয়ে করুক।’
এদিকে আজ (৭ জুলাই) বর্তমান প্রেমিকা মাদালসা শর্মার সঙ্গে গাঁটছাড়া বাধার কথা রয়েছে মিমোর। এমন অভিযোগের পর সবসময় মানসিকভাবে পাশে রয়েছে মাদালসা শর্মার পরিবার। তারা চাইছেন দ্রুত বিয়ে সম্পন্ন করতে।
অনেকে ধারণা করছেন বিয়ের আগেই গ্রেফতার হতে পারেন মা ও ছেলে। বোম্বে আদালত জামিন নামঞ্জুর করার পর তারা দিল্লী আদালতে দ্বারস্থ হবেন বলেও জানা গেছে।
সারাবাংলা/আরএসও/টিএস