‘মাস্ক’ নয়, ‘নেকাব’ নিয়ে আসছেন শাকিব
৭ জুলাই ২০১৮ ১৩:২২ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ১৪:১৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শেষ একটা মাস শাকিব খান যতোটা আলোচিত হয়েছেন, তারচেয়ে বেশি আলোচিত হয়েছে তার পরের সিনেমা ‘মাস্ক’। নানা কারণেই দর্শক আগ্রহের চূড়ায় রয়েছে এসভিএফের অর্থায়নে নির্মিত এই ছবি। পরের ঈদ উৎসবকে মুক্তির সম্ভাব্য তারিখ ভেবে ‘মাস্ক’ নির্মাণ কাজ পঞ্চাশ শতাংশ শেষও করে ফেলেছেন পরিচালক রাজীব বিশ্বাস। তবে এর মাঝেই ছবি প্রসঙ্গে রাজীব নিয়েছেন একটি নতুন এক সিদ্ধান্ত।
শনিবার হঠাৎ করেই পরিচালক রাজীব বিশ্বাস মাস্ক সিনেমার নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন ছবিটির নতুন নাম দেয়া হয়েছে ‘নেকাব’। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই নামেই ঈদুল আযহায় সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি দেয়া হবে।
‘নেকাব’ ছবিতে শাকিব একজন প্যারানরমাল যুবকের চরিত্রে অভিনয় করছেন। যার রয়েছে মৃতদের সঙ্গে কথা বলতে পারার বিশেষ ক্ষমতা। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। এসকে মুভিজের হয়ে বেশ কয়েকটি হিট ছবি করার পর এটিই হতে যাচ্ছে শাকিবের প্রথম ‘এসভিএফ’ প্রযোজিত সিনেমা।
সারাবাংলা/টিএস/পিএম