কল্যাণের বিয়ে
২৪ ডিসেম্বর ২০১৭ ১২:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:২২
এন্টারটেইনমেন্ট ডেস্ক
না, এটি কোনো বানোয়াট শিরোনাম নয়। কোনো নাটকের দৃশ্যে বিয়ে করছেন কল্যাণ কোরাইয়া-, এমন না। গির্জায়, ধর্মীয়ভাবে ‘আই ডু’ বলবেন তিনি। ২৭ ডিসেম্বর, তেজগাঁও চার্চে হবে টিভিপর্দার পরিচিত মুখ কল্যাণ কোরাইয়ার বিয়ে।
কনের নাম গ্রেইস ভায়োলেট ডি’কস্তা। বেড়ে ওঠা ঢাকাতেই। লেখাপড়াটা হয়েছে হলিক্রস স্কুল এন্ড কলেজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এখন থাকেন আমেরিকায়। সেখানেই করছেন গ্র্যাজুয়েশন।
কল্যাণের বাবার বন্ধুর মেয়ে গ্রেইস। পরিচয়টা তাই আগে থেকেই। তবে সেই পরিচয়টা যে পরিণয়ে পরিণত হবে বোঝেননি কেউ।
‘আড়াই বছর আগে গ্রেইসের সঙ্গে ভালো করে পরিচয় হয়। গত বছর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই’- বলছিলেন কল্যাণ।
বছর শেষে উৎসব আর আনন্দের শেষ নেই কল্যাণের। ২৫ ডিসেম্বর বড়দিন, ২৭ ডিসেম্বর বিয়ে এরপর থার্টি ফার্স্ট। তাই বাসায় চলছে উদ্যাপন প্রস্তুতি।
কল্যাণ গ্রেইসের বিয়ে হবে তেজগাঁও চার্চে। ২৭ ডিসেম্বর বিকালে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান। সেখানে থাকবেন দুই পরিবারের মানুষজন এবং আত্মীয়-স্বজন। জানুয়ারিতে কল্যাণ তার সহকর্মীদের নিয়ে করবেন বড় আয়োজন।
বউকে নিয়ে বাবা-মা’র সঙ্গে থাকবেন ঢাকার বাসায়। সিঙ্গাপুর, মালয়শিয়া বা থাইল্যান্ডে হয়তো যাবেন বউকে নিয়ে। কিন্তু, তার আগে, নবদম্পতি নতুন বছর উদযাপন করবেন কল্যাণের গ্রাম কালিগঞ্জে।
ছবি: নূর
সারাবাংলা/পিএ/কেবিএন