Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমানের বিরুদ্ধে নতুন দুটি অভিযোগ


৬ জুলাই ২০১৮ ১৭:৩৩

সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এবং ফুটপাথে শুয়ে থাকা মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়ার অভিযোগ ছাড়াও নতুন দুটি অভিযোগ উঠেছে বলিউড ভাইজান সলমন খানের বিরুদ্ধে। অভিযোগ দুটি হলো জমি দখল করা এবং মানসিক নির্যাতন

মুম্বইয়ের এক বয়স্ক দম্পতি কেতন ও অনিতা কাক্কার দীর্ঘদিন আমেরিকায় ছিলেন। গত বুধবার (৪ জুলাই) সাংবাদিকদের ডেকে এই দম্পতি অভিযোগ করেন যে, তাদের কেনা জমি দখল করার জন্য নাকি সালমান চাপ দিচ্ছেন। এতে করে তারা মানসিকভাবে নির্যাতিত। সঙ্গে জমি দখলের বিষয়টি তো রয়েছেই। রাজ্যের প্রশাসন থেকে রাজনৈতীক ব্যক্তিরা সালমানের কথা শুনছেন বলে দাবি তাদের।

সাংবাদিকদের তারা জানান, ১৯৯৬ সালে ২৭ লাখ টাকা দিয়ে মুম্বইয়ের পানভেলে জমি কেনেন তারা। বছর তিনেক আগে দেশে ফিরে ওই জমিতে বাংলো তৈরি শুরু করেন। সেই জমির পাশেই সালমানের খামারবাড়ি। যতদিন এই দম্পতি আমেরিকা থেকে মাঝে মাঝে এসে জমির দেখাশোনা করতেন, ততদিন নাকি ভালোই চলছিল সব। কিন্তু আমেরিকা থেকে ফিরে ওই জমিতে বাংলো তৈরি শুরু করার পর থেকেই অভিনেতা নাকি উত্ত্যক্ত করতে শুরু করেছেন দম্পতিকে।

দম্পতির অভিযোগ, সালমান তার নিজের খামারবাড়ির পাশে এমনভাবে দরজা বসিয়েছেন যে নিজেদের জমিতেই যেতে পারছেন না কেতন ও অনিতা কাক্কার।

কাক্কার দম্পতির আইনজীবী আভা সিংহের জানালেন, বলিউড ভাইজানের  প্রভাবেই নাকি কাক্কার পরিবারের অভিযোগ শুনতে চাইছেন না কোনো প্রশাসনিক ও রাজতৈনিক মহল। তবে এবিসয়ে কিছু বলেননি সুপারস্টার সালমান খান।

সারাবাংলা/পিএ

সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর