প্রথম সপ্তাহের আয়ে সর্বকালের সেরা চারে ‘সঞ্জু’
৬ জুলাই ২০১৮ ১৫:৫১ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ১৬:৫০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রাজকুমার হিরানি এবং রণবীর কাপুর মাতিয়ে দিচ্ছেন ভারতীয় বক্স অফিস। ‘সঞ্জু’ ছবিটি দিয়ে একের পর এক আয়ের রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছেন এই পরিচালক এবং অভিনেতা। মুক্তির প্রথম দিনের আয়ের রেকর্ড করার সঙ্গে সঙ্গে ছবিটি এখন পর্যন্ত চলতি বছরের প্রথম সপ্তাহের আয়ের রেকর্ডেও সবার চেয়ে এগিয়ে। ২৯ জুন মুক্তি পাওয়া ছবিটি এক সপ্তাহেই পার করেছে দুইশো কোটির ঘর।
এই পরিসংখ্যানে ‘সঞ্জু’ ছবিটি প্রথম সপ্তাহে আয় করা ভারতের সর্বকালের সেরা সিনেমার তালিকায় চতুর্থ অবস্থান দখল করে নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ব্যবসায়ী বিশ্লেষক তরন আদর্শ টুইটারে পুরো সাত দিনের আয়ের তালিকা প্রকাশ করেছেন। সেখানে তিনি আরও লিখেছেন ‘সঞ্জু’ ছবিটি আমির খানের ‘দঙ্গল’ ছবির প্রথম সপ্তাহের রেকর্ডও ভেঙে ফেলেছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ২৯ জুন (শুক্রবার) ছবিটির আয় ৩৪.৭৫ কোটি রুপি, শনিবার ৩৮.৬০ কোটি, রোববার ৪৬.৭১ কোটি, সোমবার ২৫.৩৫ কোটি, মঙ্গলবার ২২.১০ কোটি, বুধবার ১৮.৯০ কোটি, বৃহস্পতিবার ১৬.১০ কোটি রুপি। সর্বমোট ২০২.৫১ কোটি রুপি।
বলিউডি ইতিহাসে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে রয়েছে বাহুবলি টু (২৪৭ কোটি রুপি), সুলতান (২২৯ কোটি রুপি), দঙ্গল (১৯৭ কোটি রুপি), সঞ্জু (২০২ কোটি রুপি)।
সারাবাংলা/পিএ