Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সিরিজে নতুন ভিলেন


৬ জুলাই ২০১৮ ১৬:৪৩

ইদ্রিস এলবা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ফাস্ট এন্ড ফিউরিয়াস শিরোনামের আওতায় শুরু হচ্ছে নতুন সিরিজ। এর নাম নাম রাখা হয়েছে ‘হবস এন্ড শ’। ছবিটি পরিচালনা করবেন ‘ডেডপুল ২’ ছবির পরিচালক ডেভিড লেইচ। ২০১৯ সালের ২৬ জুলাইকে মুক্তির সম্ভাব্য তারিখ ধরে এগিয়ে চলেছে সিনেমার নির্মাণ কাজ। ‘হবস এন্ড শ’ প্রযোজনা করছে নিয়াল এইচ মরিটস।

তবে ‘হবস এন্ড শ’ সিনেমা সম্পর্কিত সবচেয়ে বড় খবরটি হলো ইদ্রিস এলবা হচ্ছেন ছবিটির ভিলেন। ‘ব্যাড বয়’ ধাঁচের নায়ক হিসেবে থাকছেন দ্য রক খ্যাত ডোয়াইন জনসন ও জ্যাসন স্ট্যাথামও। ছবিটির গল্পও এগিয়েছে এই দুজনের চরিত্রকে কেন্দ্র করেই। এদের দুজনের চরিত্রের নাম যথাক্রমে লুক হব ও ডেকার্ড শ।

‘হবস এন্ড শ’ ছবিতে ডোয়াইন জনসন একজন কূটনৈতিক এজেন্ট, অপরদিকে রগচটা ব্যাবসায়ী হিসেবে আছেন জ্যাসন স্ট্যাথাম। ইদ্রিস এলবার চরিত্রটি নিয়ে এখনো কিছু প্রকাশ করেনি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান অরিজিনাল ফিল্ম। ছবিতে নায়িকা হিসেব আছেন ভেনেসা কিরবি।

এদিকে ‘লুথার’ সিরিজের পঞ্চম মৌসুমে এসে আবারও যুক্ত হয়েছেন ইদ্রিস এলবা। এছাড়াও নেটফ্লিক্সের কমেডি সিরিজ ‘টার্ন আপ চার্লি’র চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয়ও করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

সারাবাংলা/টিএস

ইদ্রিস এলবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর