নিউ ইয়র্কে ‘নিকিয়াঙ্কা’র অবকাশ
৬ জুলাই ২০১৮ ১৪:০৯ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ১৪:৫৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউডি অভিনেতা ও সংগীত শিল্পী নিক জোনাস। দুজনেই অবকাশ যাপন করছেন নিউ ইয়র্কে। শহরের রাস্তায় হাতে হাত ধরে ঘুরছেন তারা। রং মিলিয়ে পরছেন পোশাকও। সেদিন শহরটির রাস্তায় হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়েছে এই জুটি।
তাদের সম্পর্ক নিয়ে দুজনের কেউ মুখ না খুললেও কাজে ও অভিব্যক্তিতে প্রকাশ পেয়ে যায় নিক-প্রিয়াঙ্কার সম্পর্কের নাম। আন্তর্জাতিক গণমাধ্যম তাদেরকে আনুষ্ঠানিকভাবেই জুটি সম্মোধন করছে।
https://www.instagram.com/p/Bk3EAAIhUfN/?taken-by=nickyanka18
নিউ ইয়র্কে তাদের শুধু হাতে হাত ধরেই হাটতে দেখা যায়নি। একসঙ্গে সাইকেল চালিয়েছেন। হাঁটতে হাঁটতে নিকের মাথায় হাত দিয়ে একটু আদর করে দিতেও দেখা গেছে প্রিয়াঙ্কাকে। আর এ সবই ধরা পরেছে পাপারাজ্জিদের ক্যামেরায়। ‘নিকিয়াঙ্কা’ নামে ইন্সটাগ্রামে একটি অ্যাকাউন্টও করেছেন তারা।
নিউ ইয়র্ক ট্যুরের আগে প্রিয়াঙ্কা ও নিক গিয়েছিলেন ভারতে। সেখানেও তাদেরকে দেখে গেছে হাতে হাত রেখে ঘুরতে। ছোট্ট সেই ভ্রমণে এই জুটি অংশ নিয়েছেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়েতে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন গোয়াতে। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করেছেন নিক। তাই কেউ কিছু না বললেও সবাই নিক ও প্রিয়াঙ্কাকে ভালোবেসে ডাকছেন ‘নিকিয়াঙ্কা’।
সারাবাংলা/পিএ/টিএস