চলে গেলেন চলচ্চিত্রকার ক্লদ লাঁজমান
৫ জুলাই ২০১৮ ১৯:৪১ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১৯:৫৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ফ্রান্সের খ্যাতিমান চিত্রনির্মাতা ও সাংবাদিক ক্লদ লাঁজম্যান মারা গেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ফরাসী গণমাধ্যম লা মন্তে। ৯২ বছর জীবনকাল পাওয়া এ পরিচালক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া হলোকাস্ট বা গণহত্যার উপর বানানো ‘শোয়াহ’ তথ্যচিত্রটির জন্য স্মরণীয় হয়ে আছেন।
১৯২৫ সালের ৭ নভেম্বর ফ্রান্সের একটি ইহুদী পরিবারে জন্মেছিলেন ক্লদ লাঁজম্যান। ফরাসী এ চলচ্চিত্র নির্মাতা ১৯৮৫ সালে ‘শোয়াহ’ তথ্যচিত্রটি প্রকাশ করেন। এই ডকুফিল্মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নাৎসি বাহিনীর হাতে ইহুদী হত্যার বিস্তারিত বিবরণ উঠে আসে। লাঁজম্যানের ডকুফিল্মটিকে বেশ গুরুত্ব দেয়া হয় কারণ যুদ্ধ থেকে বাঁচতে তার পরিবারকেও পালিয়ে বেড়াতে হয়েছে দেশ থেকে দেশে।
ক্লদ লাঁজমান নিজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা হলেও পরবর্তীতে ফ্রান্সের আলজেরিয়ার যুদ্ধের ঘোর বিরোধি ছিলেন। ১৯৬০ সালে যুদ্ধবিরোধী দরখাস্ত ‘ম্যানিফেস্টো অব দ্য ১২১’-এও স্বাক্ষর ছিলো তার।
১৯৫২ থেকে ১৯৫৯ পর্যন্ত ক্লদ লাঁজমান ছিলেন বিখ্যাত নারীবাদী লেখিকা সিমোন দ্য বোভোয়ারের প্রেমিক। এ সময় লিভিং টুগেদারেও ছিলেন তারা। তাদের প্রেম সম্পর্কিত অনেক মুখরোচক গল্প এখনো এখনো ঘুরে বেড়ায় প্যারিসের বিখ্যাত ক্যাফেগুলোতে। যদিও ১৯৬৩ সালে সেই সম্পর্ক চুকিয়ে জুডিথ মাগরে নামের এক ফরাসী অভিনেত্রীকে বিয়ে করেছিলেন ক্লদ।
লাঁজমানের আরও একটি পরিচয় হচ্ছে তিনি ‘লেস তেম্পস মদার্নেস’ পত্রিকার সম্পাদক। যেটি অস্বিতত্ববাদী চিন্তক জ্যঁ পল সার্ত্র এবং সিমোন দ্য বোভোয়ার বের করেছিলেন।
সারাবাংলা/টিএস/পিএম