Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীরের নতুন দুই ছবির মুক্তি চূড়ান্ত


৪ জুলাই ২০১৮ ১৯:১৮

রণবীর কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘সঞ্জু’তে রণবীর অভিনয়ের প্রশংসা চারিদিকে। সঞ্জয় দত্তের ভুমিকায় তাকে যেই দেখেছেন, সেই মুগ্ধ হয়ে গেছেন। এত আনন্দের মধ্যে নতুন করে আরও দুটি সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে রণবীরের। এতে করে এই তারকার ভক্তদের মধ্যে যোগ হলো নতুন আনন্দ।

মুক্তির তারিখ চূড়ান্ত হওয়া দুটি সিনেমার মধ্যে একটি হলো ‘ব্রহ্মাস্ত্র’ এবং অন্যটি হলো ‘সামসেরা’। দুটি সিনেমাতেই রণবীরকে পাওয়া যাবে নতুন নতুন লুকে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিউয়ানি’ খ্যাত পরিাচলক অয়ন মুখার্জীর নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন তার প্রেমিকা আলিয়া ভাট। চলতি বছরের আগস্টের ১৫ তারিখে মুক্তি পাবে এই সিনেমা।

আরেকটি সিনেমা হলো ‘সামসেরা’। যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ৩১ জুলাই। ছবিতে রণবীর অভিনয় করবেন ডাকাতের চরিত্রে। যদিও এর শুটিং এখনও শুরু হয়নি। তবে প্রকাশ পেয়েছে ছবির প্রথম ঝলক।

পোষ্টারে দেখা গেছে রণবীরের মুখে বেশ কয়েকটি কাটা দাগ। পায়ে পুরোনো দিনের চপ্পল, এক হাতে কুড়াল অন্য হাতে তীর। এসব দেখে অনেকেই ধারণা করেছেন ছবিটি হবে পিরিওডিক (আগের সময়ের)। হতে পারে যখন ভারত উপনিবেশিক শাসনের মধ্যে ছিল তখনকার কোনও কাহিনীভিত্তিক।

ছবিতে রণবীরের সঙ্গে আরও অভিনয় করবেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। ছবিটি।

সারাবাংলা/পিএ

রণবীর কাপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর