দেশে আসছে কলকাতার ‘হইচই’
৪ জুলাই ২০১৮ ১৫:৪০ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১৫:৫১
রেজওয়ান সিদ্দিকী অর্ণ, স্টাফ করেসপন্ডেন্ট ।।
‘হইচই’ সাইটটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে কলকাতায়। ভিডিও স্ট্রিমিং সাইটটি চালু হওয়ার পর খুব বেশি সময় লাগেনি সবার নজরে আসতে। ভিন্নধর্মী গল্পে নির্মিত ওয়েব সিরিজ, অনুষ্ঠান ও ভিডিও কনটেন্টের কারণে জনপ্রিয়তা বাড়ছে এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের। সেই জনপ্রিয়তার ঢেউ এসে পড়েছে আমাদের দেশেও। আর সেকারণে এবার বাংলাদেশে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। সেই লক্ষ্যে বাংলাদেশে শাখা অফিস খোলার প্রক্রিয়া শুরু করেছে ‘হইচই’ অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ‘হইচই’-এর প্রধান ভিডিও কনটেন্ট সরবারহকারী প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর সৌভিক দাসগুপ্ত।
এ প্রসঙ্গে তিনি সারাবাংলাকে বলেন, ‘খুব দ্রুতই বাংলাদেশে ঢুকতে চাইছে হইচই। পেমেন্ট গেটওয়ে জটিলতার কারণে বিষয়টা ঝুলে আছে। না হলে এতোদিনে এর কার্যক্রম শুরু হয়ে যেত।’
সবকিছু ঠিক থাকলে এবছরই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে হইচই। সেজন্য টিভিওয়ালা মিডিয়া বাংলাদেশ থেকে খোঁজা শুরু করে দিয়েছে গল্প ও নির্মাতা। এরইমধ্যে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে সৌভিক বলেন, ‘দুই বাংলার শিল্পীদের নিয়ে কাজ করাই আমাদের উদ্দেশ্য। অনেকে হয়ত ভাববেন বাংলাদেশের বাজার দখল করতে চায় হইচই। কিন্তু না, সেটা চাইলে বাংলাদেশের নির্মাতারা কলকাতায় এসে কাজ করতেন না। তানভীর আহসান নামের একজন বাংলাদেশী নির্মাতা কলকাতায় এসে হইচই-এর জন্য ‘‘সিক্স’’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করে গেছেন। টিভিওয়ালা মিডিয়া মনে করে দুই বাংলায় যথেষ্ট ভালো কনটেন্ট আছে এবং তৈরী হচ্ছে। দক্ষ শিল্পী কলাকুশলি আছে। তাই আমরা মনে করি আমাদের দুই বাংলার একসাথে কাজ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের টাকা ভারতে নিয়ে আসা আমাদের লক্ষ্য নয়। আমরা দীর্ঘ সময় কাজ করতে চাই। আর চাইলেই বাজার খেয়ে ফেলা সম্ভব না।’
এ সময় বাংলাদেশের মডেল অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়ে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেন সৌভিক। এছাড়া মডেল রাহা তানহা খান ‘সিক্স’ ওয়েব সিরিজে কাজ করার জন্য কলকাতায় গেলেও জটিলতায় কারনে সেটা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান তিনি। এভাবে এ দেশের অনেকের সঙ্গেই কথা বলে ফেলেছে হইচই। ধীরে ধীরে ব্যবসার প্রক্রিয়া গুছিয়ে আনছে প্রতিষ্ঠানটি। সময়মতো দেশের প্ররিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে অনলাইনের জন্য কনটেন্ট নির্মাণে পৃষ্ঠপোষকতা করবে হইচই।
টিভিওয়ালা মিডিয়া নির্মিত হইচই-এর ব্যানারে জনপ্রিয় ভিডিও কনটেন্টগুলোর মধ্যে আছে ‘দুপুর ঠাকুরপো’, ‘সিক্স’, ‘ম্যাজিক হয়ে যাক’।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম