প্রকাশ পেলো বাপ্পা মজুমদারের ‘কবিতা’
৩ জুলাই ২০১৮ ২০:৩১ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১১:৩৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘মেহেদি মিক্স’ নামের একটি মিশ্র অ্যালবাম প্রকাশ পায় ঈদুল ফিতরে। অ্যালবামে পাঁচটি গানের মধ্যে ছিল ‘কবিতা’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। স্যামুয়েল হকের কথায় গানের সুর ও সংগীত আয়োজন করেন মেহেদি।
সেই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেলো মঙ্গলবার (৩ জুলাই) সন্ধ্যায়। শুভব্রত সরকারের পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার ও সুস্মিতা সিনহা। জি-সিরিজের কার্যালয়ে ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, গানের সুরকারসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে গানটি প্রদর্শনের পর বাপ্পা মজুমদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অসম্ভব সুন্দর গানের কথা। আমার পছন্দের একটি গান এটি। এখন থেকে গানটি স্টেজে করার ইচ্ছা আছে। জি সিরিজকে ধন্যবাদ গানটি প্রকাশের জন্য। সর্বোপরি গানটি গাইতে পেরে, মিউজিক ভিডিও করতে পেরে ভালো লাগছে।’
‘মেহেদি মিক্স’ অ্যালবামের মাধ্যমে ষোল বছরেরও বেশি সময় পর মিশ্র অ্যালবামের জন্য সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদি। গানটি নিয়ে তার বক্তব্য হলো, ‘বাপ্পার কাছে আমি অনেক কৃতজ্ঞ। কেমন কম্পোজিশন করেছি জানি না। এটা শ্রোতারা বলবে, তারাই বিচার করবে।’
অ্যালবাম ও মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে জি-সিরিজের ব্যানারে। গানের প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ বলেন, ‘এই গানটির স্রষ্টা মেহেদি। ভবিষ্যতে ও আরও ভালো কাজ করবে। বাপ্পা চমৎকার গেয়েছে। অভিনয়ও সুন্দর করেছে। উপভোগ্য একটি গান হয়েছে এটি।’
সারাবাংলা/টিএস/পিএ