Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিউজিক ভিডিওতে বারী পুত্র সাব্বির


৩ জুলাই ২০১৮ ১৭:৫২ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১১:৫৯

সাব্বির সিদ্দিকী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী। বাবা গানের মানুষ হলেও ছেলের ইচ্ছা অভিনয়ে। আর সেই ইচ্ছা থেকেই অভিনয় করতে চান ভালো প্রোডাকশনে। ইচ্ছা পূরণের সেই যাত্রা শুরুও হয়ে গেছে। এরই মধ্যে অভিনয় করেছেন সিনেমায়। ‘দেশা-দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসিরের ‘পাষাণ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এবার তিনি অভিনয় করলেন মিউজিক ভিডিওতে। ‘আগুন পানি’ শিরোনামের গানে তাকে দেখা যাবে কিছুটা মন্দ চরিত্রে। অভিনয় নিয়ে বেশ সিরিয়াস সাব্বির, ‘আমার ইচ্ছা অভিনয় করার এবং আমি সেটা সবার কাছে প্রকাশও করি। অভিনয় যে ভালো পারি এমন না, তবে আমার শেখার চেষ্টা আছে। আমি শিখছি। একটা সিনেমায় কাজ করেছি, এবার একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম। এভাবেই আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই।’

‘আগুন পানি’ গানের পোস্টার

‘আগুন পানি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির। এই পরিচালকই তাকে নিয়ে সিনেমায় কাজ করিয়েছিলেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘সাব্বির সিদ্দিকীর মধ্যে খুব ভালো একটা কমেডি সেন্স এবং একই সাথে একটা রাফনেস আছে, যা একেবারেই তার নিজস্ব। পাষাণ সিনেমায় তাকে কাস্ট করি, প্রথম কাজে এক প্রকার ব্যর্থই বলা চলে, কিন্তু আমি আশাহত হইনি তাই দ্বিতীয় বার ট্রাই করলাম। এবার আমাকে সে হতাশ করেনি, আশা করি বাংলাদেশের ফিল্ম নতুন একজন ভালো অভিনেতা পাবে। যার ভেতর কমেডি ও রাফ লুক দুটোই আছে।’

‘আগুন পানি’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নির্মিত হয়েছে এর একটি মিউজিক ভিডিও। সেখানেই দেখা যাবে সাব্বির সিদ্দিকীকে। গানে আরও মডেল হয়েছেন মৌসুমী হামিদ ও আসিফ আকবর। তরুন মুন্সীর লেখা ও সুরে ‘আগুন পানি’ গানিটি প্রকাশ পাবে বৃহস্পতিবার (৫ জুলাই) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

সাব্বির সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর