Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ধারাবাহিক ‘মিস্টার টেনশন’


৩ জুলাই ২০১৮ ১৬:২২

জাহিদ হাসান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আগামী বৃহস্পতিবার (৫ জুলাই) এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮ট ২০ মিনিটে প্রচার হবে। আদিবাসী মিজান ও জাকির হোসেন উজ্জ্বলের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, শখ, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী হামিদ, সাদিয়া জাহান প্রভা, শামীমা নাজনীন, দিলারা জামান, আরফান আহমেদ, মারজুক রাসেল, ড. এনামূল হক, জোভান, এ্যানি খানসহ অনেকে।

নাটকে মোহাম্মদ হাবিবুর রহমান একজন শিক্ষিত মানুষ। দুবাইতে ছিলেন দীর্ঘ দশ বছর। টাকা-পয়সার কোনো কমতি নেই। হাবিবুর রহমান গ্রামেই থাকেন। গ্রামের সবাই তাকে প্রচন্ড ভয় পায়। কারণ নানান কথা তিনি যুক্তির মাধ্যমে প্রকাশ করে মানুষের মধ্যে টেনশন ঢুকিয়ে দেন তিনি। এর মাধ্যমে তিনি অদ্ভুত আনন্দ পান। তাই গ্রামের সবাই তার নাম দিয়েছে মিস্টার টেনশন। আর এই চরিত্রেই অভিনয় করেছেন জাহিদ হাসান।

গ্রাম ছেড়ে একবার শহরে বড় বোনের বাড়িতে চলে আসেন মিস্টার টেনশন। বড় বোন আগেভাগেই তার স্বামী, ছেলে-মেয়েকে ভাইয়ের ব্যাপারে সতর্ক করে দেয়। কিন্তু তাতেও কাজ হয়না। হাবিবুর রহমান নানান কৌশলে টেনশন ঢুকিয়ে দেয় তার বড় বোনের মনে। এভাবে বিভিন্ন শহর, গ্রাম, জনপদে চলে টেনশনের ফেরি। এভাবেই বাড়তে থাকে টেনশন।

সারাবাংলা/পিএ

জাহিদ হাসান মিস্টার টেনশন