Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর ‘প্রিমিয়ার’ সিং


২৩ ডিসেম্বর ২০১৭ ১৬:২০

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ওয়াও! তবে কি অভিনয় ছেড়ে ফুটবলে নাম লেখালেন নাকি রণবীর সিং? হতেই পারে। কারণ রণবীরের তুমুল ফুটবল প্রীতির কথা সবার জানা। সেই ভালোবাসা এমনই যে তিনি অভিনয় ছেড়ে ফুটবলেও নাম লেখাতে পারেন।

না। এ দফায় সেরকম কিছু অবশ্য হচ্ছে না। একেবারে ফুটবলার হয়ে যাচ্ছেন না দুষ্টু রণবীর। তবে ফুটবল নিয়ে কাজ করবেন ভারত ও ভারতের বাইরে। যেন তেন কাজ নয়। সরাসরি প্রিমিয়ার লীগের শুভেচ্ছাদূত হয়েছেন এই বলিউড স্টার।

রণবীরের কাজ হবে প্রিমিয়ার লীগ তথা সর্বোপরি ফুটবলকে তৃনমূল থেকে অভিজাতের কাছে আরো জনপ্রিয় করে তোলা। এজন্য ভক্তদের নিয়ে আয়োজন করবেন নানা অনুষ্ঠান। লীগ সংশ্লিষ্টদের ভারতে নিয়ে এসে বিভিন্ন প্রচারমূলক ও সামাজিক কাজে সম্পৃক্ত করানোও হবে রণবীরের কাজ।

এই অংশিদারিত্বে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ কাজ করবে ভারতীয় ফুটবলের উন্নয়নে। এরই মধ্যে প্রিমিয়ার লীগ ব্যাঙ্গালুরুতে বিশ হাজারেরও বেশি ভক্ত জোগার করে ফেলেছে।

এই জনপ্রিয়তাকে আরো বাড়াতে নতুন করে যুক্ত হলেন রণবীর সিং। ব্যক্তিগতভাবে তিনি আর্সেনালের সমর্থক এবং প্রিমিয়ার লীগের নিয়মিত দর্শক।

সারাবাংলা/পিএ/ পিএম

প্রিমিয়ার লীগ রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর