বড়দিনে ইমনের নতুন গান
২৩ ডিসেম্বর ২০১৭ ১৩:৩৪
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
ইমন চক্রবর্তী। কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী। একই সঙ্গে জনপ্রিয় বাংলাদেশেও। ‘প্রাক্তন’ছবিতে গান গেয়ে পেয়েছেন ভারতের জাতীয় পুরষ্কার। সেই ইমন চক্রবর্তী আসছেন নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘বলবে না পিছুটান’। গানের কথা লিখেছেন বাংলাদেশের ড. আতিউর রহমান বুলবুল। সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার ইন্দ্রনীল মিত্র।
‘বলবে না পিছুটান’ মুক্তি দেয়া হবে আসছে ২৫ ডিসেম্বর বড়দিনে। লিরিক ভিডিও হিসেবে গানটি প্রকাশিত হবে ইউটিউবে।