এড শিরানের বিরুদ্ধে দশ কোটির মামলা
২৯ জুন ২০১৮ ১৫:৫৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
গান নকলের অভিযোগ উঠেছে এড শিরানের বিরুদ্ধে। শুধু অভিযোগ না, মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। প্রয়াত মার্কিন শিল্পী মার্ভিন গেইয়ের গাওয়া ‘লেটস গেট ইট অন’ গান থেকে সুর নকল করার অভিযোগে এড শিরানের বিরুদ্ধে একশ মিলিয়ন ডলারের মামলা করা হয়েছে।
এড শিরানের জনপ্রিয় গান ‘থিংকিং আউট লাউড’ গানের বিরুদ্ধে এই অভিযোগ। যদিও এ সব অভিযোগ অস্বীকার করেছেন শিরান। স্ট্রাকচার্ড অ্যাসেট সেলস নামের একটি কম্পানি এই মামলাটি করেছে। এদের কাছেই রয়েছে মার্ভিনের গানটির এক-তৃতীয়াংশ স্বত্ব।
‘থিংকিং আউট লাউড’ গানের জন্য এর আগেও মামলায় পড়তে হয়েছে শিরানকে। ‘লেটস গেট ইট অন’ গানের সহগীতিকার আরেক মার্কিন শিল্পী এডোয়ার্ড টনসেন্ডের আইনজীবী একই ইস্যুতে ২০১৬ সালে শিরানের বিরুদ্ধে মামলা করেছিলেন। কিন্তু সেই মামলার ফলাফল এখনো অপরিস্কার।
গত বছরেই এড শিরানকে তার ‘ফটোগ্রাফ’ গানের জন্য কপিরাইট ইস্যুতে ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছে।
সারাবাংলা/পিএ