Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমানের নতুন সিনেমার পরিচালক বানসালি


২৯ জুন ২০১৮ ১২:৪০

সালমান খান সঞ্জয় লীলা বানসালি

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সফলতার তুঙ্গে এখন সালমান খান। বলিউড ভাইজানের সিনেমা সমালোচিত হলেও ব্যবসা করে দুশো কোটি রুপির উপরে। ক্যারিয়ারের এই সময়ে এসে টানা অ্যাকশন নির্ভর সিনেমায় অভিনয় করছেন তিনি। মাত করে দিচ্ছেন দর্শকদের

কিন্তু এবার মনে হচ্ছে অ্যাকশন ঘরানাটা পরিবর্তন করবেন সালমান। কারণ তিনি অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমায়। সালমান ও বানসালির ঘনিষ্ট সূত্র জানিয়েছে সিনেমার নাম হতে পারে ‘ইনশাল্লাহ’।

ভারতীয় সিনেমার ব্যবসায়ীদের সূত্র বলছে, সম্প্রতি বানসালি ‘ইনশাল্লাহ’ নামটি ভারতীয় মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনে (ইম্পা) তালিকাভুক্ত করেছেন। আর এই সিনেমায় পরিচালক সালমানকে নেয়ার চেষ্টাই করছেন। চিত্রনাট্য চূড়ান্ত করতে আরও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন তারা।

সিনেমার শুটিং শুরু হতে পারে ২০১৯ সাল থেকে। সালমান খান ২০১৯ সালের ঈদে মুক্তি দেবে ‘ভারত’ ছবিটি। তার পরেই শুরু হতে পারে ‘ইনশাল্লাহ’ সিনেমার শুটিং। আর সব পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে ২০২০ সালের ঈদে মুক্তি দেয়া হবে সালমান-বানসালি জুটির নতুন এই সিনেমা।

সালমান-বানসালি এর আগেও বেশ কয়েকবার কার করেছেন। ১৯৯৬ সালে এই জুটির ‘খামোশিয়া: দ্য মিউজিক্যাল’ বেশ আলোচনায় আসে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল তো চুকে সানাম’ সিনেমাটি তো বক্স অফিস মাত করে দেয়। সালমান-বানসালী একসঙ্গে শেষ কাজটি করেছেন ১১ বছর আগে। ২০০৭ সালে মুক্তি পায় এই জুটির সিনেমা ‘সাওয়েরিয়া’।

সারাবাংলা/পিএ

ইনশাল্লাহ সঞ্জয় লীলা বানসালি সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর