Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্ডিকে ‘বন্ড’ হিসেবে দেখতে চান ব্রসনান


২৭ জুন ২০১৮ ১৯:১৮

টম হার্ডি

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জেমস বন্ড সিরিজের পরের সিনেমার নাম ‘বন্ড ২৫’। এই ছবিতেই শেষবারের মতো দুর্ধর্ষ ব্রিটিশ স্পাইয়ের ভূমিকায় অভিনয় করছেন ডেনিয়েল ক্রেইগ। এর আগে বন্ড সিরিজের আরও চারটি ছবিতে অভিনয় করেছেন এই তারকা অভিনেতা। তার অভিনীত প্রায় প্রতিটি ছবিই পেয়েছে আকাশ ছোঁয়া সফলতা।

ক্রেইগের বিদায়ের পর বন্ড চরিত্রে অভিনয় করতে প্রয়োজন হবে নতুন একজন নায়কের। ফলে ভক্তরা এখন থেকেই প্রশ্ন করছেন, কে হবেন পরবর্তী জেমস বন্ড তারকা? প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও এগিয়ে এসেছেন ‘সাবেক’ জেমস বন্ড পিয়ের্স ব্রসনান।

ব্রসনানের মতে জেমস বন্ড চরিত্রটির জন্য টম হার্ডি হচ্ছেন সবচেয়ে উপযুক্ত অভিনেতা। এর আগে ‘ম্যাডম্যাক্স: ফিউরি রোড’, ‘ডার্ক নাইট রাইজেস’ ছবিতে নিজের অভিনয় সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। অভিনয় করেছেন সনি মার্ভেলের ‘ভেনম’ ছবিতেও। এ কারণেই ব্রসনান মনে করছেন ইনক্রেডিবল বন্ড চরিত্রের জন্য হার্ডির চেয়ে ভালো কেউ নেই।

১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত চারটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করেছেন পিয়ের্স ব্রসনান। ফলে এই চরিত্রটিকে বেশ ভালোই জানেন তিনি। তার মতে, ড্যানিয়েল ক্রেইগের খুনে চেহারার কারণে যেভাবে সে চরিত্রটির সঙ্গে মানিয়ে গিয়েছিলো, টম হার্ডিও অনেকটা সে রকম হবে।

উল্লেখ্য, ‘বন্ড ২৫’ মুক্তি পাবে ২০১৯ সালে। ক্রেইগ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছে নাওমি হ্যারিস, বেন উইশর মতো বড় অভিনেতারা।

সারাবাংলা/টিএস/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর