Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের জন্য এক টাকাও না


২৭ জুন ২০১৮ ১৩:৫৪ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৪:১৫

প্রিয়াঙ্কা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রায়ই শিরোনামে আসছেন বলি-হলি স্টার প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে হইচই-এর তুঙ্গে পিগি চপস। নিকের ভারতে যাওয়া, প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করা এবং গোয়াতে ঘুরতে যাওয়ার খবর ও ছবিতে সয়লাব ভারতীয় সংবাদমাধ্যম।

কিন্তু এই প্রেমের সম্পর্কের মধ্যে আরেকটি বিষয় নিয়ে আলোচনায় চলে এসেছেন প্রিয়াঙ্কা। এই আলোচনা সিনেমা নিয়ে। হলিউড ও বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা বলিউডে মুক্তি পাচ্ছে না অনেকদিন। এরমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ভারত’ ছবিতে।

শোনা যাচ্ছিল এই ছবির জন্য অনেক টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। খবরও প্রকাশ হয়েছিল যে ‘ভারত’ ছবির জন্য ১২ কোটি রুপি রেমুনারেশন নিয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু নতুন করে জানা গেছে এ ছবির জন্য নাকি এক টাকাও নেননি প্রিয়াঙ্কা।

‘ভারত’ সিনেমা সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এখন এই সংবাদ প্রকাশ করছে। পারিশ্রমিক না নেয়ার কারণ হিসেবে সেই সূত্র জানিয়েছে, ‘ভারত’ সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর প্রিয়াঙ্কার পুরনো বন্ধু। অনেকদিন পর সিনেমায় ফিরছেন বন্ধুর পরিচালিত সিনেমা দিয়ে। সেকারণেই অভিনেত্রী এই উপহার দিয়েছেন পরিচালককে। প্রিয়াঙ্কাকে খুব আনুষ্ঠানিকভাবেই এই সিনেমায় যুক্ত করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু কোনো আনুষ্ঠানিকতার পরোয়া না করে ‘ভারত’ ছবিটি পারিশ্রমিক ছাড়াই করার সিদ্ধান্ত জানান তিনি।

প্রিয়াঙ্কার আগে ‘ভারত’ ছবির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল দীপিকা পাডুকনকে। যাকে বলা হয় বলিউডের এখন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী। তিনিও নাকি ১২ কোটি রুপি চাননি। ‘ভারত’ ছবিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করবেন বলিউড ভাইজান সালমান খান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর